আইপিএলে আবারও করোনার সংক্রমণ, আক্রান্ত হলেন এই তারকা পেসার, আইসোলেশনে ছয় সদস্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রথম পর্বের সংকট আবারও প্রকট হল দ্বিতীয় পর্বে। আইপিএলে ফের করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন সানরাইজার্স হায়দ্রাবাদের তারকা পেসার টি নটরাজন। আইপিএলের মিডিয়ার তরফে এই বার্তা দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, বর্তমানে তিনি উপসর্গহীন হিসেবে রয়েছেন। আর এর জেরে দল থেকে আইসোলেশনে চলে গিয়েছেন। এদিকে নিকট সংস্পর্শে থাকায় মেডিকাল দল সানরাইজার্স হায়দ্রাবাদের আরও ছয়জন সদস্যকে আইসোলেশনে থাকতে বলেছেন। এই ছয় সদস্য হলেন, অলরাউন্ডার বিজয় শঙ্কর, ম্যানেজার বিজয় কুমার, জুনিয়র ফিজিওথেরাপিস্ট শ্যাম সুন্দর, টিম ডাক্তার অঞ্জনা ভান্নান, লজিস্টিক্স ম্যানেজার তুষার খেদকার ও নেট বোলার পেরিয়াস্বামী গনেশণ।
বুধবার ভোর পাঁচটার সময় দলের প্রতিটি সদস্যের আরটি-পিসিআর পরীক্ষা করা হয়েছিল এবং প্রত্যেকের রেজাল্ট নেগেটিভ এসেছে। এদিকে বুধবারই সানরাইজার্স হায়দ্রাবাদ নামবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। কিন্তু যেহেতু বাকি খেলোয়াড়রা নেগেটিভ এসেছেন, তাই এই ম্যাচ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আয়োজকরা।