আইপিএলে আবারও দুর্নীতির ছায়া? পাঞ্জাব-রাজস্থান ম্যাচে উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল নিয়ে উন্মাদনা চরমে উঠেছে। যেমন ক্রিকেটের উত্তেজনা চরমে, সেরকমই অভিযোগও ওঠে অসংখ্য। মঙ্গলবার পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে একটি থ্রিলার ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে হারা ম্যাচ জিতিয়ে দেন পেসার কার্তিক ত্যাগী।
তবে এই ম্যাচের আগে উঠে এল দুর্নীতির বড়সড় অভিযোগ। জানা গিয়েছে, পাঞ্জাব কিংসের তারকা ক্রিকেটার দীপক হুডার উপর নজরদারি রাখছে বিসিসিআইয়ের দুর্নীতি বিরোধী ইউনিট। শাবির হুসেইন ও শেখদম খান্ডওয়াওয়ালার নেতৃত্বে চলা এই ইউনিট দীপক হুডার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বেশ সতর্ক হয়ে উঠেছে।
ম্যাচের আগে, দুপুর দুটোর সময় দীপক হুডা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি হেলমেট পড়ে প্রস্তুত হচ্ছেন। আর এই পোস্ট দেখে দূর্নীতি বিরোধী ইউনিট তদন্ত শুরু করেছে। আসলে, এই পোস্টের মাধ্যমে বোঝা গিয়েছে, দীপক হুডা এই ম্যাচে খেলছেন। এবং ম্যাচের আগে দলের বিষয়ে কোনও তথ্য শেয়ার করা সংবিধান বিরুদ্ধ।
এই নিয়ে ইউনিটের এক আধিকারিক বলেছেন, "এসিইউ (অ্যান্টি করাপশন ইউনিট) এই পোস্টেরদিকে নজর রাখছে। আমাদের নিয়ম হচ্ছে ম্যাচের আগে দলগঠন নিয়ে কোনও আলোচনা করা যাবে না।"
এদিকে শেষ ওভারের চরম নাটকের পর একাধিক ক্রিকেটপ্রেমী অভিযোগ করেছেন, ম্যাচে ফিক্সিং হয়েছে। ১৫ বলে ১০ বাকি, হাতে আট উইকেট, ক্রিজে সেট হওয়া দুই আন্তর্জাতিক তারকা রয়েছেন। সেখান থেকে এভাবে হার, স্বভাবতই ফিক্সিংয়ের গন্ধ পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। বোঝা যাচ্ছে, ২০১৩ এর ফিক্সিং কান্ডের ঘটনা এখনও মুছে ফেলা যায়নি আইপিএল থেকে।