তিন-চারবার চড় মেরেছিলেন এই আইপিএল ফ্র্যাঞ্চাইজির কর্ণধার, চাঞ্চল্যকর দাবি রস টেলরের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম বড় নাম হলেন রস টেলর। তারকা এই ব্যাটার চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানিয়েছিলেন। এবার নিজের আত্মজীবনী 'রস টেলর : ব্ল্যাক অ্যান্ড হোয়াইট' বইতে তিনি আইপিএলের এক দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলেছেন।
২০১১ সালে আইপিএলে রাজস্থান রয়্যালস দলের সদস্য ছিলেন টেলর। আর সেই বছর রাজস্থান দলের এক কর্ণধার তাকে তিন-চারবার চড় মারেন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
এই নিয়ে রস টেলর নিজের বইয়ে লিখেছেন, "রাজস্থান মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলছিল। ১৯৫ রান তাড়া করতে হত। আমি শূন্য রানে এলবিডব্লু হই এবং আমরা লক্ষ্যের কাছাকাছিও যেতে পারিনি। ম্যাচের পর, দল, সাপোর্ট স্টাফ ও ম্যানেজমেন্ট হোটেলের উঁচুতলার বারে ছিল। লিজ হার্লি ছিলেন ওয়ার্নি (শেন ওয়ার্ন) এর সাথে। এক রয়্যালস কর্ণধার আমার কাছে এসে বলেছিলেন, 'রস, তোমায় শূন্য রান করার জন্য এক মিলিয়ন ডলার খরচ করিনি।' এরপর আমার মুখে তিন থেকে চার বার চড় মারেন। উনি হাসছিলেন এবং সেই চড়গুলি জোরে ছিল না, তবে আমি নিশ্চিত ছিলাম না যে সেগুলি স্রেফ নাটক ছিল কিনা।"
এরপর রস আরও বলেন, "সেই পরিস্থিতিতে আমি এই নিয়ে ঝামেলা করতে চাইনি, কিন্তু আমি ভাবতেও পারছিলাম না যে পেশাদারি ক্রীড়া পরিবেশে এমন জিনিস ঘটছে।"
আইপিএলের শুরুর দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন টেলর। কিন্তু ২০১১ সালে রাজস্থান রয়্যালস এক মিলিয়ন ডলারে তুলে নিয়েছিল এই কিউই তারকাকে। যদিও টেলর মনে করেন, রাজস্থানে আসার থেকে ব্যাঙ্গালোরে থেকে যাওয়াটা ভালো হত।
এই নিয়ে প্রাক্তন কিউই অধিনায়ক বলেছেন, "আপনি যখন এত বেশি অর্থ পান, আপনি তখন সেই অর্থের যোগ্য দেখানোর জন্য নিজেকে প্রমাণের মরিয়া চেষ্টা করেন। আর যারা আপনাকে কিনছে তাদের উচ্চ প্রত্যাশা থাকে। এটাই পেশাদারি ক্রীড়া এবং মনুষ্য আচরণ। আমি আরসিবিতে আমার যথার্থতা দেখিয়েছি, যদি আমার খেলা খারাপ হত, ম্যানেজমেন্ট আমার উপর বিশ্বাস রাখত যেহেতু আমি ওদের জন্য আগে অনেক করেছি।"
"আপনি যখন নতুন কোনও দলে যান, সেই সমর্থনটি আপনি পান না। আপনি কখনই নিরাপদ মনে করবেন না কারণ আপনি জানেন যদি আপনার তিন-চার ম্যাচ বড় রান না আসে, আপনি কড়া নজরে পড়ে যাবেন।"