মিলেমিশে একাকার ২০১১ টিম ইন্ডিয়া ও ২০২১ আর্জেন্টিনা - অপেক্ষার সুদীর্ঘ অবসান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান। কোপা আমেরিকা খেতাব জিতল আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদেরই মাটিতে ফাইনালে হারিয়ে এই জয় যেন আলাদা মাত্রা নিয়ে এসেছে। কিন্তু এই জয় যেন স্মরণে নিয়ে আসে ২০১১ বিশ্বকাপ জয়, যেখানে দীর্ঘ অপেক্ষার পর খেতাব জিতেছিল আমাদের টিম ইন্ডিয়াও।
আজ যেন মিলেমিশে একাকার এই দুই জয়। দুই অপেক্ষার জয়, দুই কিংবদন্তির জয় - আর সর্বোপরি, সব থেকে চাপের মধ্যে থেকেও জয় হাসিল। দুটি খেতাব জয়ের মধ্যে যেন কত মিল।
১. ২৮ বছর পর খেতাব জয় -
১৯৮৩ সালের পর ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া, অন্যদিকে ১৯৯৩ সালের পর আবারও কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। দুই ক্ষেত্রেই সময়ের তফাতটা একই, ২৮ বছর।
২. লিওনেল মেসি ও শচিন তেন্ডুলকর - দুই কিংবদন্তীর দীর্ঘ অপেক্ষার অবসান -
আরও একটি বড় মিল হিসেবে উপস্থিত হয়েছে এটি। লিওনেল মেসি এর আগে নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ট্রফি জেতেননি, একই অবস্থা ছিল শচিন তেন্ডুলকরেরও। কিন্তু কোপা আমেরিকা জিতে সেই শাপমোচন করেন লিও, আর নিজের ষষ্ঠ ও অন্তিম বিশ্বকাপে বিশ্বজয়ের খেতাব অর্জন করলেন শচিন। আর অদ্ভুত মিল, দুজনের জার্সির নম্বর ১০।
যদিও লিওনেল মেসির একটি অলিম্পিক পদক রয়েছে, আর শচিন তেন্ডুলকরের ছিল অর্ধেক চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু বিশ্বজয় কিংবা মহাদেশ সেরা হওয়াটা বিশেষ ব্যাপার বটেই।
৩. ফাইনালে প্রধান খেলোয়াড়ের ব্যর্থতা সত্ত্বেও বাকিদের সাফল্য -
২০১১ বিশ্বকাপ ফাইনালে শচিন তেন্ডুলকর ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি, আর একই অবস্থা ছিল লিওনেল মেসির ক্ষেত্রে এবারের কোপা ফাইনালে। কিন্তু তা সত্ত্বেও ভারত ও আর্জেন্টিনা জয় পেয়েছে বাকিদের সাফল্যে। ২০১১ এ চমক দেখিয়েছিলেন গম্ভীর-কোহলি-ধোনি, আর ২০২১ এ অসাধারণ খেলেছেন রদ্রিগো ডে পল-অ্যাঞ্জেল ডি মারিয়ারা।
যদিও এই দুই খেতাব জয়ের বড় তফাৎ অবশ্যই, ভারত বিশ্বজয়ী হয়েছে ঘরের মাঠে, আর আর্জেন্টিনা মহাদেশ সেরা হল চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে। কিন্তু ভিন্ন কারণে এই দুই জয় যেন আরও বেশি স্পেশাল হয়ে উঠেছে। আর তার আর্জেন্টিনার এই জয় যেন ভারতবাসীর কাছে অনেক বেশি নষ্টালজিক, যার জন্য ব্রাজিল সমর্থকরাও দুঃখের মাঝেও আনন্দিত।