আইপিএল ২০২৩-এ এই ৫ তারকা ক্রিকেটারের খেলা নিয়ে তৈরী হয়েছে ঘোর সংশয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএলের ষোলো তম সংস্করণ শুরু হতে বাকি এখনও কয়েক মাস। তবে বেশ কিছু তারকা ক্রিকেটারের চোট আঘাত রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছে আইপিএলের ফ্রাঞ্চাইজি দলগুলির। যার মধ্যে যেমন রয়েছেন বিদেশি ক্রিকেটার তেমনই দেশীয় খেলোয়াড়ও রয়েছেন।
২০২৩ আইপিএলে যে ৫ তারকা ক্রিকেটারের চোট তাদের দলকে ভোগাতে পারে তারা হলেন-
১। ঋষভ পন্থ- দিল্লি ক্যাপিটালের অধিনায়ক তথা ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ঋষভ সম্প্রতি একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন। তার ডান পায়ের লিগামেন্টে পেয়েছেন চোট। এছাড়াও তার কপাল, হাত পিঠ ইত্যাদি জায়গায় রয়েছে আঘাত। ঋষভ বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। তবে আসন্ন আইপিএলে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
২। ক্যামেরন গ্রিন- অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে এবারের নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স ১৭.৫ কোটি টাকা দিয়ে কিনেছে। পোলার্ডের বদলি হিসাবে এই তরুণ খেলোয়াড়কে ভেবেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তারা। তবে সম্প্রতি গ্রিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে নিজের আঙুল ভেঙে বসেন। খবর অনুযায়ী গ্রিন এপ্রিলের ১৩ তারিখের পর মুম্বাইয়ের হয়ে মাঠে নামতে পারবেন।
৩। গ্লেন ম্যাক্সওয়েল- অস্ট্রেলিয়ার আরেক তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের আসন্ন আইপিএলে খেলা নিয়েও রয়েছে সন্দেহ। ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ একজন খেলোয়াড়। রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের এই তারকা ক্রিকেটার বাড়িতে এক দুর্ঘটনায় পায়ে ফ্র্যাকচার করে বসেন। শেষ খবর অনুযায়ী আইপিএল ২০২৩-এ খেলার জন্য ম্যাক্সওয়েল আপ্রাণ চেষ্টা করছেন।
৪।জনি বেয়ারস্টো- ইংল্যান্ড এবং পাঞ্জাব কিংসের তারকা ব্যাটার জনি বেয়ারস্টো গলফ খেলতে গিয়ে পা পিছলে পরে গোড়ালিতে চোট পান। পাঞ্জাবের দল আশা করছে বেয়ারস্টো ২০২৩ আইপিএলে পুরো ফিট হয়ে মাঠে নামবেন।
৫।জোফরা আর্চার- মুম্বাই ইন্ডিয়ান্সের আরও এক বিদেশিকে নিয়ে রয়েছে সংশয়। ইংল্যান্ডের পেস বলার জোফরা আর্চার ২০২০ আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলতেই পারেন নি। যদি পুরোপুরি সুস্থ হয়ে উথতে পারেন তাহলে ২০২৩ আইপিএলে তিনি মুম্বাইয়ের হয়ে আত্মপ্রকাশ করবেন।