আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্তিতে বিশেষ বার্তা শেয়ার করলেন রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আজ থেকে ১৫ বছর আগে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০০৭ সালের ২৩ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে আন্তর্জাতিকে অভিষেক করেন রোহিত শর্মা।
এবার নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ১৫ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা শেয়ার করলেন রোহিত শর্মা। সেখানে তিনি তার এই যাত্রায় অংশ থাকা সকলকে ধন্যবাদ জানিয়েছেন, এবং এই অভিযানকে সারা জীবন মনে রাখবেন।
এই নিয়ে রোহিত লিখেছেন, "আমার প্রিয় জার্সিতে ১৫ বছর পূরণ করলাম। ভারতের হয়ে অভিষেক করার পর আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূরণ করলাম। নিঃসন্দেহে এটি একটি অসাধারণ সফর, এবং এটি আমি সারা জীবন মনে রাখব।"
এরপর রোহিত লিখেছেন, "আমি সেই সকল মানুষদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার এই যাত্রার অংশ ছিলেন এবং বিশেষ ধন্যবাদ সেই মানুষদের যাদের জন্য আমি আজকের খেলোয়াড় তৈরি হয়েছি। সকল ক্রিকেটপ্রেমী, ভক্ত ও সমালোচকদের জানাতে চাই, দলের প্রতি আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আমরা সমস্ত বাধা পেরিয়ে এগিয়ে আসি।"
এই মুহুর্তে ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার সাথে রয়েছেন রোহিত শর্মা। এবং বৃহস্পতিবার লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামতে চলেছেন রোহিত।