পদক হাতছাড়ার পর হাসপাতালে ভর্তি ভিনেশ ফোগাট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: হাসপাতালে ভর্তি ভিনেশ ফোগাট। বুধবার ওজনের পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। প্রতিযোগিতা থেকেই বাতিল ঘোষণা করা হয়েছে ভিনেশ ফোগাটকে। এদিন প্রতিযোগিতার আগে নিয়ম মাফিক ওজন নেওয়া হয় ভিনেশের। সেখানেই দেখা যায়, প্রতিযোগীর ওজন ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি। এই আবহে ভিনেশ সেই ওজন ঝড়ানোর জন্যে অতিরিক্ত কিছুটা সময় চেয়েছিলেন। কিন্তু তা দেওয়া হয়নি। এই আবহে কোনও পদকই তিনি পাবেন না। ভিনেশের প্রতি সম্মান জানিয়ে তাঁকে বিরক্ত না করার জন্যে অনুরোধ করা হয়েছে সংবাদমাধ্যমকে।
জানা গিয়েছে, ভিনেশের ওজন নেওয়ার পর যখন দেখা যায়, তাঁর ওজন ১০০ গ্রাম বেশি, তখন ভারতীয় ডেলিগেটরা আয়োজকদের কাছে কিছুটা সময় চেয়ে নেওয়ার আর্তি জানিয়েছিলেন। তবে সেই সময় দেওয়া হয়নি। এর আগে গতকাল নিজের ওজন নিয়ন্ত্রণে রাখতে সারারাত জল না খেয়ে ছিলেন ভিনেশ। সেই কারণেই ডিহাইড্রেটেড হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভিনেশকে।
এই আবহে প্যারিসে এক পলিক্লিনিকে ভর্তি আছেন ভিনেশ। ভারতীয় দল সেই পলিক্লিনিকে গিয়েছে ভিনেশের সঙ্গে দেখা করতে। জানা গিয়েছে, শেষ মুহূর্তে ওজন কমানোর জন্যে নাকি ভিনেশের চুল কাটা হয়েছিল। এমনকী তাঁর শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্তও বের করা হয়েছিল।