প্যারিস অলিম্পিক্সে ভালোবাসার মরশুম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অলিম্পিক্স মানেই গোটা বিশ্বের ভিন্ন ভিন্ন সংস্কৃতির সংমিশ্রণ। বিভিন্ন ইভেন্টে শুধু সোনার পদক জয়টাই শেষ কথা নয়। পদক জয়ের বাইরেও কিছু ঘটনা ঘটে যা মানুষের মনে দাগ কেটে যায়। প্যারিস অলিম্পিক্সের প্রথম সপ্তাহে এমন কয়েকটি ঘটনার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। যেমন- অন্তঃসত্ত্বা ইয়ালাগুল রামাজানোভা এবং নাদা হাফেজ অংশগ্রহণ করেছেন অলিম্পিক্সে। কিংবা কোনো গার্ড ছাড়াই শুটিং ইভেনেটে রূপো জিতেছেন তুর্কীর ইউসুফ ডিকেচ। এবার আরও একটি ঘটনা ঘটে যা মন জিতে নেয় সকলের। সোনার পাশাপাশি হীরেও জিতলেন চীনের অলিম্পিয়ান হুয়াং ইয়াকিওং।
ঘটনাটি ঘটে ব্যাডমিন্টনের মিক্সড ডবলস ইভেন্ট ফাইনালের পর। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে সোনার পদক জিতে নেন চীনের হুয়াং ইয়াকিওং। পোডিয়াম থেকে নেমে সমর্থকদের সাথে পদক জয়ের আনন্দ যখন ভাগ করতে এগিয়ে যাচ্ছেন তখনই ঘটে আসল ঘটনা।
টোকিও অলিম্পিক্সের পুরুষ ডবলস ব্যাডমিন্টনে রূপো জয়ী চীনের লিউ ইউচেন হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকেন। বিষয়টি বুঝতে পেরে হুয়াং আবেগপ্রবণ হয়ে পড়েন। এরপর হুয়াং লিউয়ের সামনে গেলে সকলকে চমকে দিয়ে হুয়াংকে হীরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন লিউ। হুয়াং সেই প্রস্তাবে রাজি হন। এবং গোটা স্টেডিয়াম তাদের অভিনন্দন জানান। তাদের পরিবারের সদস্য ভিডিও কলের মাধ্যমে গোটা বিষয়টি চাক্ষুস করেন। প্যারিস অলিম্পিক্সকে ভালোবাসায় ভড়িয়ে দিলেন চীনের এই দুই তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়।