এশিয়ান গেমসের আগে ক্রীড়াবিদদের ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা ওড়িশার মুখ্যমন্ত্রী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আসন্ন ২০২২ এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য বুধবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ওড়িশা রাজ্যের অ্যাথলিট, যারা এশিয়ান গেমসে খেলবেন তাঁদের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। মূলত ক্রীড়াবিদদের অনুশীলন তাঁদের প্রস্তুতির জন্য এই আর্থিক সাহায্য ওড়িশার মুখ্যমন্ত্রী্র। '
আরও পড়ুন- শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অনিল কুম্বলের এই রেকর্ডটি ভাঙলেন কুলদীপ যাদব
আসন্ন এশিয়ান গেমস চীনে ৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে। ওড়িশা থেকে মোট ১৩ জন অ্যাথলিট এশিয়ান গেমসে খেলার সুযোগ পেয়েছেন। অ্যাথলেটিক্সে কিশোর জিনা, রোউইংয়ে আনশিকা ভারতী, রিতু কাউদি এবং সোনালি সোয়াইন, জু-জিতসুতে অনুপমা সোয়াইন, কায়াকিং এবং কেনোএইংয়ে নেহা দেবি লেইচন্দাম, ফুটবলে প্যারি ক্সাক্সা, হকিতে দীপ গ্রেস এক্কা এবং অমিত রোহিদাস এবং রাগবিতে দুমুনি মারন্দি, তারুতলা নাইক, মামা নাইক এবং হুপি মাঝি ভারতের হয়ে খেলবেন।