বোর্ডের এই নিয়ম ভেঙেছেন! কড়া শাস্তির মুখে জাদেজা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়া পর বিসিসিআই কিছু নিয়মে পরিবর্তন করে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, কোনও প্লেয়ার সিরিজ়ের সময় আলাদা ভ্রমণ করতে পারবেন না। স্টেডিয়াম থেকে মাঠ বা মাঠ থেকে স্টেডিয়ামে যাওয়ার ক্ষেত্রে তাঁকে টিম বাসে বা টিমের সঙ্গেই যেতে হবে।
কেউ আগে বা পরে যেতে বা আসতে পারবেন না। কিন্তু জাদেজা দ্বিতীয় দিনে দলের আগেই নিজ দায়িত্বে আলাদা স্টেডিয়ামে আসেন ও কিছু সময় অনুশীলন করেন। বোর্ডের নিয়মে বলা ছিল, কোনও প্লেয়ার নিয়ম ভাঙলে তাঁকে আর্থিক জরিমানা করা হবে। এক্ষেত্রে জাদেজা কি শাস্তি পাবেন?
দলের আগে আসা নিয়ে জাডেজা বলেন, "আমার মনে হয়েছে আগে গিয়ে আমাকে আরও কয়েকটা বল খেলা দরকার, কারণ বল নতুন ছিল তাই সেটা খেলা ছিল চ্যালেঞ্জের। ইংল্যান্ডে যত বেশি সময় ব্যাট করবেন তত ভালো, কারণ ইংল্যান্ডে সেট হওয়া যায় না।" জাডেজা আগে এসে শুধু রানই করেননি তিনি টেল এন্ডারদের নিয়ে ভরসা জুগিয়েছেন। জাডেজার ফলে সহজেই রান করতে পারেন শুভমন গিল। তবে দলের স্বার্থে এই নিয়ম লঙ্ঘনকে কিন্তু বিসিসিআই কুর্নিশ পারেন জাদেজাকে।