ধুমধাম করে মোহনবাগান তাঁবুতে আয়োজিত হতে চলেছে অ্যাথলেটিক্স মিট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনার অতিমারি কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে সারা পৃথিবী, আর তার সঙ্গে তাল মিলিয়ে আবার স্বাভাবিক হচ্ছে আমাদের বাংলাও। আবার আগের মতোই খুলে যাচ্ছে স্কুল কলেজ অফিস, আবার স্বাভাবিকের পথে সমগ্র বাংলার জনজীবন। আর করোনা পরবর্তী সময়ে সমগ্র বাংলার সঙ্গে তালে তাল মিলিয়ে ছন্দে ফিরছে বাংলার ক্রীড়া জগত। কলকাতা ময়দানের বিভিন্ন মাঠে আবার শুরু হয়েছে ক্রিকেট, হকি, ফুটবলের মতো জনপ্রিয় খেলাগুলি, শুরু হতে চলেছে বিভিন্ন ক্লাবের অ্যাথলেটিক্স মিট।
আর ক্রীড়া জগতের এই ছন্দে ফেরার অন্যতম পথিকৃৎ হতে চলেছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের, অ্যাথলেটিক সেক্রেটারি, দেবাশীষ মিত্রের নেতৃত্বে, প্রায় ৬০০ জনের বেশি অ্যাথলিট নিয়ে আগামী ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি আয়োজন করতে চলেছে তাদের ১৩২তম অ্যাথলেটিক্স মিটের।
মোহনবাগানের এবারের অ্যাথলেটিক্স মিটের অন্যতম ইভেন্ট গুলি হলো - ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ১০০ মিটার হার্ডেল রেস, ২০০ মিটার হার্ডেল রেস, লং জাম্প, হাই জাম্প, শট পুট , জ্যাভলিন থ্রো ইত্যাদি।
মোহনবাগানের অ্যাথলেটিক্স মিট গত ১৫ এবং ১৬ জানুয়ারি ২০২২ এ শুরু হবার কথা থাকলেও রাজ্য সরকার কর্তৃক করোনার নানারকম বিধিনিষেধ বলবৎ করার কারনে, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব সাময়িকভাব তাদের অ্যাথলেটিক্স মিট পিছিয়ে দিতে বাধ্য হয়।
বর্তমানে সমগ্র বাংলা থেকে প্রায় ৬০০ এরও বেশী অ্যাথলিট, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ১৩২তম অ্যাথলেটিক্স মিটে অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছেন। আর কলকাতা ময়দানের ইতিহাসে সর্বপ্রথম কোন ক্লাব ৬০০ জনেরও বেশী প্রতিযোগী নিয়ে নিজেদের অ্যাথলেটিক্স মিট আয়োজন করতে যাচ্ছে।