Paris Olympics 2024: বাংলা থেকে অলিম্পিকে মোট কতজন প্রতিযোগী যাচ্ছেন জানেন?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন প্যারিস অলিম্পিক্সে এবার আরও বেশি পদকের আশা করছেন আপামর ভারতবাসী। আর সেই স্বপ্ন নিয়ে ইতিমধ্যেই প্যারিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতের ১১৭ জন প্রতিযোগী। দেশের বিভিন্ন প্রদেশ, একাধিক রাজ্য, অসংখ্য এলাকা থেকে খেলোয়াড়েরা দেশের নাম উজ্জ্বল করার লক্ষ্যে নিজেদের সেরাটা দেবেন।
কিন্তু প্রশ্ন হল, আমাদের এই বাংলা থেকে মোট কতজন খেলোয়াড় এবারের অলিম্পিক্সে সুযোগ পেয়েছেন? উত্তর হল, তিন। কিন্তু কারা কারা বাংলা থেকে সুযোগ পেয়েছেন?
ইকুয়েস্ট্রিয়ান অর্থাৎ অশ্বারোহণ বিভাগে অংশ নেবেন বালিগঞ্জের অনুজ আগরওয়াল। বলা বাহুল্য, এই বিভাগে ভারতের একমাত্র প্রতিনিধি অনুজ। এছাড়া মহিলা টেবিল টেনিস দলের রিজার্ভে সুযোগ পেয়েছেন ঐহিকা মুখার্জি। আর তীরন্দাজিতে সুযোগ পেয়েছেন অঙ্কিত ভকত।
যদিও বাংলার আর এক মেয়ে আভা খাটুয়া শটপাট ইভেন্টে যোগ্যতা অর্জন করেছিলেন, কিন্তু শেষ মুহুর্তে তার নাম বাদ দেওয়া হয়।
এদিকে রাজ্যস্তরের কথা বললে, সব থেকে বেশি প্রতিযোগী যাচ্ছে হরিয়ানা থেকে। মোট ২৪ জন প্রতিনিধি এবারের অলিম্পিক্সে সুযোগ পেয়েছেন হরিয়ানা থেকে।