বাংলাদেশে অশান্তি! মহিলাদের টি-২০ বিশ্বকাপ সরানোর ভাবনা আইসিসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বাংলাদেশ পুড়ছে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের রোষে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে চলে এসেছেন ভারতে। মাশরাফি বিন মোর্ত্তজার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরানো হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশ থেকে মহিলাদের টি-২০ বিশ্বকাপ সরানোর ভাবনা আইসিসির।
ঢাকা থেকে ১৫০ কিলোমিটার দূরে মাশরাফির বাড়ি যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে তা বিশ্ব ক্রিকেটেও আলোড়ন তৈরি করেছে। অক্টোবরের ৩ থেকে ২০ তারিখ মহিলাদের টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নেওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে আইসিসি।
এমন অবস্থায় অল্প সময়ের মধ্যে বড় মাপের টুর্নামেন্ট আয়োজন করতে ভারত ও শ্রীলঙ্কা সবসময় তৈরি থাকে। তবে শ্রীলঙ্কায় অক্টোবরে বৃষ্টি হয়। আবার ভারতে পাকিস্তানের দলকে আসার ভিসার অনুমোদন দেওয়া হবে কিনা তাও স্পষ্ট নয়। ফলে সংযুক্ত আরব আমিরশাহীতেও হতে পারে এই টুর্নামেন্ট।