জিনগতভাবে পুরুষ কিনা মহিলাদের বিভাগে! লিঙ্গ বিতর্কে উত্তাল অলিম্পিক্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মহিলাদের বক্সিংয়ের ৬৬ কেজি’র ইভেন্ট ঘিরে বিতর্ক তুঙ্গে ৷ প্রতিদ্বন্দ্বী আসলে ‘পুরুষ’, এই অভিযোগে ম্যাচ ছাড়েন ইতালির অ্যাঞ্জেলা কারিনি ৷ তারপর থেকেই ঝড় উঠেছে সোশাল মিডিয়া জুড়ে ৷
জিনগতভাবে তিনি পুরুষ। কিন্তু মানসিকভাবে নারী। তাও প্যারিস অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ে নেমেছিলেন আলজেরিয়ার ইমানে খেলিফ। তাঁর পুরুষালি শক্তির সামনে দাঁড়াতেই পারেননি ইতালির অ্যাঞ্জেলা ক্যারিনি। এই নিয়েই ক্ষুব্ধ গোটা বিশ্ব।খেলিফের দুটো ঘুঁষিতেই কুপোকাত হয়ে যান ক্যারিনি। মাত্র ৪৬ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় লড়াই। অসহায় আত্মসমর্পণ করেন ইতালির বক্সার। খেলিফকে বিজয়ী ঘোষণা করা হয়। ম্যাচের পর থেকে লিঙ্গ বিতর্ক নিয়ে অলিম্পিক্স কমিটিকে তুলোধনা করছে গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। প্রশ্ন উঠছে, শারীরিক দিক থেকে একজন পুরুষকে কেন মহিলাদের বিভাগে নামার ছাড়পত্র দিল অলিম্পিক্স কমিটি? লিঙ্গ টেস্টে অকৃতকার্য হওয়ার ২০২৩-র বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার মেডেলের ম্যাচের আগে বহিষ্কার করা হয় খেলিফেকে। তাঁর XY ক্রোমোজোম। বলা হয়, এই ক্রোমোজোমের খোলোয়াড়রা মহিলাদের প্রতিযোগিতায় নামতে পারবে না। কিন্তু প্যারিস অলিম্পিকে সেই খেলিফের সঙ্গে বক্সিং রিংয়ে ছিলেন কারিনি। কিন্তু ৬৬ কেজি প্রতিযোগিতায় নাকে ঘুসি খাওয়ার পরই খেলায় ইতি টানে ইতালির বক্সার।
ম্যাচের পর হতাশা চেপে রাখতে পারেননি অ্যাঞ্জেলা ক্যারিনি। তিনি স্পষ্ট বলেছেন, “এটা অন্যায়।’’ তাঁর কোচ ইমানুয়েল রেনজিনি জানিয়েছেন, ম্যাচের আগে অনেকেই খেলিফের বিরুদ্ধে লড়াই নিয়ে ক্যারিনিকে সতর্ক করেছিল। প্রসঙ্গত, লিঙ্গ বিতর্কের কারণেই ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়ানশিপ থেকে বাদ পড়েছিলেন ইমানে খেলিফ। কিন্তু ২০২৪ প্যারিস অলিম্পিক্সে তিনি কীভাবে জায়গা পেলেন বুঝতে পারছেন না ক্যারিনির কোচ রেনজিনি।