দিল্লির বুকে বাঙালির রাজত্ব! পঞ্জাবের বিরুদ্ধে শেষ ওভারে ঝড়ো ইনিংস অভিষেক পোড়েলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ঋদ্ধিমান সাহাকে বাদ দিলে আইপিএলে বাঙালি ক্রিকেটার খুঁজতে হয় আতসকাচ দিয়ে।কেউই নিজের জায়গা এত বছর ধরে অটুট রাখতে পারেননি। অনেক দিন পর আরেক কিপারের হাত ধরে আইপিএলে স্বপ্ন দেখতেই পারে বাঙালি। তাঁর নাম অভিষেক পোড়েল।
একটা সময় মনে হচ্ছিল, ১৫০ রান করতে পারবে না দিল্লি। পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পন্থের দল। সেখান থেকে শেষ ওভারে হঠাৎই বিস্ফোরক ইনিংস খেলে দিলেন অভিষেক। শেষ ওভারে করেন ২৫ রান। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন। ছাপও রেখে গেলেন। মাত্র ১০ বলে ৩২ রানের ইনিংস খেলে গেলেন অভিষেক। দুটো ছয় ও তিনটে চার মেরেছেন হর্ষল প্যাটেলকে।
দিল্লির ইনিংস শেষ হওয়ার পর মুরলী কার্তিক বাংলার উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েলকে জিজ্ঞাসা করেন তাঁর ১০ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসের ব্যাপারে। অভিষেক বলেন, "৩ ওভার আগে জানতে পেরেছিলাম ব্যাটিংয়ে নামব। সাপোর্ট স্টাফ আগেই বলে রেখেছিলেন, যে কোনও সময় ব্যাট করার সুযোগ পাব। অনুশীলনে এতদিন যা করেছি, সেটাই ম্যাচে করে দেখাতে চেয়েছিলাম।"