সাফ কাপে দুরন্ত পারফর্ম করা হিমাংশু জাংরাকে তুলে নিল ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভবিষ্যতের সুনীল ছেত্রী তকমা পাওয়া ফরোয়ার্ডকে তুলে নিল ইমামি ইস্টবেঙ্গল এফসি। ১৮ বছর বয়সী হিমাংশু জাংরাকে দিল্লি এফসি থেকে লোনে নিল ইস্টবেঙ্গল।
বৃহস্পতিবার দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। নিঃসন্দেহে এটি একটি বড় রিক্রুট ইমামি ইস্টবেঙ্গল এফসির জন্য। সদ্য অনুর্ধ্ব ২০ সাফ কাপে ভারতের জয়ে বড় ভূমিকা রেখেছেন হিমাংশু। তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি।
হরিয়ানার এই ছেলে ২০২১ সালে দ্য গার্ডিয়ানের নেক্সট জেনারেশন তালিকায় জায়গা করে নিয়েছিলেন। যদিও ইস্টবেঙ্গল নয়, হিমাংশুর প্রথম পছন্দ ছিল এটিকে মোহনবাগান। সদ্য এক সাক্ষাৎকারে হিমাংশু জানিয়েছিলেন, আইএসএলে খেলতে হলে এটিকে মোহনবাগানের হয়ে খেলতে চাইবেন তিনি।
মিনার্ভা অ্যাকাডেমি এফসির ছাত্র খেলেছেন জুনিয়র আইলিগে। মহমেডান স্পোর্টিং ক্লাব ও ইন্ডিয়ান অ্যারোজের হয়েও অল্প সময় খেলেছেন। সদ্য দিল্লি এফসির হয়ে দিল্লি প্রিমিয়ার লিগ ও আইলিগ দ্বিতীয় ডিভিশন খেলেছেন হিমাংশু। ফলে এটি অবশ্যই লাভজনক সাইনিং ইস্টবেঙ্গলের জন্য।