মুম্বই সিটি থেকে বিদায় ইগর কাটাটাউয়ের, পরিবর্তে আসছে আইএসএলে সফল এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মুম্বই সিটি এফসি। গতবারের চ্যাম্পিয়নরা গত পাঁচ ম্যাচে একটিও জেতেনি। ফলে চিন্তা তো রয়েইছে। এবার মুম্বই সিটি এফসি ছাড়লেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগর কাটাটাউ।
বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে মুম্বই সিটি এফসি। চলতি আইএসএলে একেবারেই ভালো ফর্মে ছিলেন না কাটাটাউ। ১১ ম্যাচে মাত্র তিনটি গোল করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এই পরিস্থিতিতে যা খবর, কাটাটাউয়ের পরিবর্তে আরও এক ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে আনছে মুম্বই। জানা গিয়েছে, ওড়িশা এফসির হয়ে খেলা তারকা ফরোয়ার্ড দিয়েগো মউরিসিওকে সই করানোর উদ্যোগ নিয়েছে মুম্বই।
গত মরশুমে ওড়িশা এফসি একেবারে শেষ স্থানে থাকলেও মউরিসিও দুর্দান্ত খেলেন। ২০ ম্যাচে ১২টি গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। ফলে ভারতের মাটিতে তিনি যথেষ্ট সফল।
সদ্য কাতারি দ্বিতীয় ডিভিশন ক্লাব আল শাহানিয়া এসসির হয়ে খেলেছিলেন মউরিসিও। এখন যা খবর, বাকি মরশুমের জন্য মউরিসিওকে আনতে চাইছে মুম্বই।