আইএসএলে খেললে, ইস্টবেঙ্গলের সহকারি কোচ হতে চান ইয়ান ল!

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর ইস্টবেঙ্গলকে আইএসএল দেখতে চান গতবারের আই লিগের মিনার্ভা পঞ্জাবের কোচ ইয়ান ল। শুক্রবার তিনি এক্সট্রাটাইম বাংলা ফুটবল শো'তে এসে বলেন, 'মোহনবাগান আইএসএলে চলে গেছে। ইস্টবেঙ্গলের যাওয়া উচিত। সততার সঙ্গে বলছি ইস্টবেঙ্গলকে আইএসএলে দেখতে চাই।'
যে কোনও কোচেরই স্বপ্ন থাকে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও ভারতীয় দলে কোচিং করানো। তার ব্যতিক্রম নন আই লিগের সর্ব কনিষ্ঠ কোচ ইয়ান ল-ও। তিনি বলেন, 'আমার যে লাইসেন্স আছে, সেটা আই লিগের জন্য গ্রহণযোগ্য। আইএসএলের হেড কোচের জন্য নয়। আইএসএলে ইস্টবেঙ্গল যদি খেলে এবং আমায় সহকারি কোচের প্রস্তাব দেয়, আমি রাজি।'
এই মুহূর্তে মোহনবাগানে সেটা সম্ভব নয়, ভাল ভাবেই জানেন তিনি। ইয়ান ল বলেন, 'ওরা তো কিবু ভিকুনাকেই ছেড়ে দিয়েছে।' তাছাড়া এটিকে মোহনবাগানের সহকারী কোচ হিসেবে সঞ্জয় সেন আছেন। যদিও তাঁর সঙ্গে মৌখিক চুক্তি থাকলেও, এখনও লিখিত কোনও চুক্তি হয়নি।
শুধু মিনার্ভা পাঞ্জাবের ইয়ান ল নয়, ইস্টবেঙ্গলকে আইএসএলে দেখতে চান গতবারে এটিকের সহকারি কোচ সঞ্জয় সেনও। তিনি তো বলেই ছিলেন, 'ইস্টবেঙ্গল আইএসএলে খেললে, আইএসএলের গ্ল্যামার অনেক বাড়বে। উপভোগ্যও হবে কলকাতা ডার্বি।'
শুধু লাল-হলুদ সমর্থকরাই নয়, দেশের কোটি টাকার লিগে কিন্তু অনেক কোচই চান, আগামী বছর ইস্টবেঙ্গল আইএসএল খেলুক। সব সমস্যা কাটিয়ে ইস্টবেঙ্গল আইএসএল খেলতে পারে কিনা, সেটাই এখন দেখার।