ব্রাজিলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ বিশ্বজয়ী এই কোচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ বিশ্বকাপে আশানুরূপ ফলাফল না হওয়ায় ব্রাজিলের কোচিং পদ থেকে সরে দাঁড়ান টিটে। তার পরিবর্তে কোন প্রশিক্ষক ৫ বারের বিশ্বজয়ী দলের দায়িত্ব নেবেন, সেই নিয়ে চলছিল জোর জল্পনা। ইতিমধ্যে শোনা গেছে যে, বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আন্সেলোত্তি এই মরশুমের শেষেই ভিনিসিয়াস-নেইমারদের দায়িত্ব নিতে পারেন।
তবে এবার ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লো।
প্রাক্তন জার্মানির কোচ লো, জার্মানির সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি তিতের পরবর্তি সাফল্য আনতে চান ব্রাজিল দলের।
ইউরো ২০২০ এর পর থেকে লো আন্তর্জাতিক কোনো দলের কোচিং করাননি। অন্যদিকে বর্তমানে ব্রাজিলের দায়িত্ব সামলাচ্ছেন রামোন মেনেজেস।
জোয়াকিল লো এইবিষয় বলেছেন, "আমার আবারও ফুটবল দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছা রয়েছে। আমি আবার ফুটবল খেলা দেখলে অনুপ্রাণিত হই। আমার যদি মনে হয় কোনো কাজ আমার করার মতো আমি অবশ্যই আবার করবো।"