এশিয়ান কাপে প্রথমবার মহিলা রেফারি, থাকছে ভিএআর প্রযুক্তিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩ এএফসি এশিয়ান কাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। গতবারের চ্যাম্পিয়ন, কাতার দেশেই হতে চলেছে এশিয়ার সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা। যেখানে প্রথমবার ২৪ টি দেশ শ্রেষ্ঠত্বের শিরোপার জন্য লড়তে চলেছে। তবে টুর্নামেন্টে দলের সংখ্যা বাড়ানোতেই থেমে থাকেনি এএফসি। এই এশিয়ান কাপেই প্রথমবার মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করবেন। এর পাশাপাশি ভিএআর প্রযুক্তির ব্যবহারও প্রথমবার হতে চলেছে এশিয়ান কাপে।
জাপানের মহিলা রেফারি ইয়োশিমি ইয়ামাশিতা পরিচালনা করবেন এশিয়ান কাপের ম্যাচ। প্রসঙ্গত ২০২২ বিশ্বকাপেও রেফারির দায়িত্ব সামলেছেন ইয়ামাশিতা। ইয়োশিমি সহ মোট ৬ জন মহিলা রেফারি আসন্ন এশিয়ান কাপে ম্যাচ পরিচালনা করবেন।
আরও পড়ুন- ঘোষিত হল এশিয়ান গেমসের ভারতীয় ফুটবল দল
অন্যদিকে 'ভিএআর' প্রযুক্তিরও যথাযথ ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে।