ইস্টবেঙ্গল ছাড়বেন সার্থক গোলুই? রয়েছে একাধিক ক্লাবের বড় অফার

সব্যসাচী ঘোষ : এবারের আইএসএলে এসসি ইস্টবেঙ্গলে সবথেকে বড় সমস্যা ছিল ডিফেন্সের। আর সেই কারণে গত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মুম্বই সিটি এফসি থেকে আসেন তরুণ বাঙালি ডিফেন্ডার সার্থক গোলুই। আর তারপর সুযোগ পেয়ে বেশ ভালোই পারফর্ম করেছেন সার্থক। আইএসএল এসসি ইস্টবেঙ্গলের প্রথম ভারতীয় গোলস্কোরার হয়েছেন তিনি।
কিন্তু মরশুম শেষে ক্লাব বনাম ইনভেস্টরের কাজিয়ায় খেলোয়াড়দের কেনা তো দূর, ধরে রাখার বিষয়েও প্রশ্নচিহ্ন এসে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে এসসি ইস্টবেঙ্গলের একাধিক খেলোয়াড়দের অফার দিয়ে চলেছে ক্লাবগুলি। এই অবস্থায় এবার সার্থকের কাছেও এসেছে বেশ কিছু ক্লাবের অফার।
এই বিষয়ে এক্সট্রা টাইম বাংলা সরাসরি যোগাযোগ করে সার্থকের সাথে। অফার পাওয়ার কথা জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “হ্যাঁ, আমার কাছে কিছু ক্লাবের অফার রয়েছে। তবে এখনই আমি কোনও সিদ্ধান্ত নিইনি। আপাতত এসসি ইস্টবেঙ্গলে থাকলেও পরে কি হবে তা আমি বলতে পারব না।“
ফলে অফার যে রয়েছে, তা কার্যত নিশ্চিত। তবে এখনই কোনও সিদ্ধান্ত নিতে চাইছেন না সার্থক। বোঝা যাচ্ছে, লাল-হলুদের তরফ থেকে উত্তর পেতে অপেক্ষা করছেন এই ডিফেন্ডার। কিন্তু সেই অপেক্ষা বেশিদিন হবে না, সেটি নিশ্চিতভাবেই বলা যায়।