ক্রোয়েশিয়ায় যাওয়া সন্দেশ কি যোগ দেবেন শিবিরে? আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নিয়ে বার্তা ইগর স্টিম্যাচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার কলকাতায় নিজেদের শিবির শুরু করেছে ভারতীয় ফুটবল দল। এবং প্রথম দিনে আইএফএ একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জিতেছে ভারত। যদিও সমস্ত ফুটবলার আসতে পারেননি শিবিরে, যেহেতু বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগানের সদস্যরা এএফসি কাপ খেলতে মালদ্বীপে গিয়েছে। কিন্তু আরও একজন এই শিবিরে যোগ দেননি, তিনি হলেন সন্দেশ ঝিঙ্গান।
সম্প্রতি সন্দেশ ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে সিবেনিকে গিয়েছেন এবং সই করতে চলেছেন। আর এর জেরে প্রশ্ন উঠেছে, আদৌ জাতীয় শিবিরে কি যোগ দিতে পারবেন সন্দেশ। এই নিয়ে বড় আপডেট দিলেন কোচ ইগর স্টিম্যাচ।
২০১৪ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে যোগ্যতা অর্জন করা এই কোচ সন্দেশকে নিয়ে আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "ক্রোয়েশিয়ান লিগে ইতিমধ্যেই পাঁচ রাউন্ড খেলা হয়ে গিয়েছে এটি মাথায় রেখেই, যেহেতু সকল খেলোয়াড়ই ফিট, আমরা ভাবছি কিভাবে সন্দেশকে ফর্মে ফিরিয়ে আনা যায়, এবং চেষ্টা করা হচ্ছে দলে কিভাবে ওনাকে ফিরিয়ে আনা যায়। খুবই গুরুত্বপূর্ণ হবে ওনাকে প্রথম একাদশে ফিরিয়ে আনার জন্য। তাই আমরা ওকে শিবির থেকে ছাড় দিয়ে আবার ফিরিয়ে আনলেও ক্লাবের সাথে থেকে যাওয়ার অনুমতি দিতে চলেছি।"
এদিকে আগামী সেপ্টেম্বর মাসে নেপালের বিরুদ্ধে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। এই নিয়ে স্টিম্যাচ বলেছেন, "এই ধরণের পরিস্থিতিতে ম্যাচ আয়োজন করা খুবই কঠিন। আপনাকে বুঝতে হবে যে কেউ ভারতে আসতে পারছে না, আর আমরা গেলে সেখানে কোয়ারেন্টিনে থাকতে হবে। তাই বিকল্প খুবই সীমিত।"
এই কোয়ারেন্টিন নিয়মের জেরে ইস্তানবুলে লিবিয়া ও জর্ডানের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলা হয়নি ভারতের। এবং কাঠমান্ডুতে মালয়েশিয়ার সাথে খেলার কথা থাকলেও মালয়েশিয়া ফেডারেশন সেই প্রস্তাব খারিজ করে দেয়। ফলে নেপালের বিরুদ্ধেই খেলতে হবে ভারতকে।