প্রণয়-প্রবীর কি ইস্টবেঙ্গলের পথে? লাল-হলুদের দেশীয় রিক্রুটের কি খবর? জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এসসি ইস্টবেঙ্গল আবারও আইএসএল খেলছে, এই নিশ্চয়তা আশার পরে আবারও যেন দলবদলের বাজার জেগে উঠেছে। শেষ মুহুর্তে একাধিক খেলোয়াড় নিতে চাইছে ইস্টবেঙ্গল। কিন্তু সকলকে নেওয়া তো সম্ভব নয়। তবে অপশনের অভাব থাকছে না ইস্টবেঙ্গলের কাছে।
ইতিমধ্যেই মহম্মদ রফিক ও বিকাশ জাইরুকে নিশ্চিত করে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল। সৌরভ দাস, অঙ্কিত মুখার্জিদেরও রেখে দিতে চাইছে ইস্টবেঙ্গল। এছাড়া হীরা মন্ডলের সাথে কথা প্রায় পাকা হয়েই গিয়েছে, সই হওয়াটা শুধু বাকি।
তবে বঙ্গব্রিগেড আরও জোরালো করতে পারে এসসি ইস্টবেঙ্গল। এবং তা করতে পারে এটিকে মোহনবাগানের দুই তারকা বঙ্গতনয়কে তুলে আনতে পারলে। ইতিমধ্যেই প্রণয় হালদারকে এক বছরের জন্য লোনে ছেড়েছে এটিকে মোহনবাগান। সবুজ মেরুণেই এখনও রয়েছেন প্রবীর দাস।
কিন্তু যা সম্ভাবনা, তাতে প্রবীর ও প্রণয় দুজনেই আসতে পারেন এসসি ইস্টবেঙ্গলে। এই দুই ফুটবলারের একই এজেন্ট। সেই এজেন্ট মারফত জানা গিয়েছে, এটিকে মোহনবাগান থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রবীরকে গেমটাইম দিতে পারবেন না কোচ আন্তোনিও হাবাস। আর সেই কারণে গেমটাইম পেতে অন্য ক্লাবে যেতে চান প্রবীর। এদিকে প্রণয়ের ক্ষেত্রে জামসেদপুর এফসিতে যাওয়া কার্যত নিশ্চিত থাকলেও শেষ মুহুর্তে পরিকল্পনায় বদল ঘটছে।
এজেন্ট সূত্রে খবর, প্রবীর ও প্রণয় দুজনকেই চাইছে এসসি ইস্টবেঙ্গল। এবং বেশ মোটা বেতনের অফারই দিয়েছে। যেহেতু দুজনেই এটিকে মোহনবাগানের সাথে চুক্তিবদ্ধ, ফলে লোনে তাদের আনতে চাইছে এসসি ইস্টবেঙ্গল।
এই নিয়ে প্রণয় ও প্রবীরের এজেন্টের সাথে কথা বলছে এসসি ইস্টবেঙ্গল কর্তারা। দ্রুত বিষয়টি নিশ্চিত করতে চাইছে দুই পক্ষই, যাতে সই করিয়ে কলকাতা লিগেই নামিয়ে দেওয়া যায় এই দুই তারকাকে।