লিস্টন কোলাসো কি সত্যিই ছাড়বেন হায়দ্রাবাদ এফসি? জোর জল্পনা ভারতীয় ফুটবলমহলে

সব্যসাচী ঘোষ : এবারের আইএসএলের অন্যতম সেরা উঠতি তারকা হিসেবে উঠে এসেছেন ২২ বছরের তরুণ ফরোয়ার্ড লিস্টন কোলাসো। গোয়ানিজ এই ফুটবলার এই বছর হায়দ্রাবাদ এফসির হয়ে অসাধারণ ফুটবল খেলেন। সুপার সাব হিসেবেই তাঁকে ব্যবহার করেছেন কোচ মানোলো মার্কেজ এবং দুটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন কোলাসো।
কিন্তু মরশুম শেষে জোর জল্পনা শুরু হয়েছে এই তরুণ ফুটবলারকে নিয়ে। আগামী ২০২২ সাল অবধি চুক্তি থাকলেও ইতিমধ্যেই আইএসএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছে ২২ বছরের এই স্ট্রাইকারকে। ভারতীয় ফুটবলমহলে জোর গুঞ্জন, এটিকে-মোহনবাগান, এফসি গোয়া, নর্থইস্ট ইউনাইটেডের মত একাধিক ক্লাব লড়াইয়ে রয়েছে লিস্টনকে নেওয়ার জন্য।
কিন্তু আদৌ কি হায়দ্রাবাদ এফসি ছাড়বেন লিস্টন? সম্ভাবনা ক্রমশ না এর দিকেই রয়েছে। স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ একটি বড় প্রোজেক্ট তৈরি করছেন হায়দ্রাবাদকে নিয়ে এবং সেই প্রোজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়েছেন লিস্টন।
সুনীল ছেত্রীর পর আগামী দিনে দেশের সেরা স্ট্রাইকার হিসেবে লিস্টনকে প্রোজেক্ট করতে চাইছে হায়দ্রাবাদ। আর তাই চুক্তিবদ্ধ অবস্থায় লিস্টনকে কোনওভাবেই ছাড়বে না হায়দ্রাবাদ। পাশাপাশি লিস্টন নিজেও বেশ খুশি এখানে থাকতে পারে। সুতরাং লিস্টনকে নেওয়ার জল্পনা খুব বেশিদুর এগোবে না বলেই ধারণা।