সত্যিই কি লিও মেসি খেলবেন সৌদি লিগ? এল চাঞ্চল্যকর আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর কি এবার লিওনেল মেসি? বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক কি খেলবেন সৌদি আরবের লিগ? এই নিয়ে বিগত বেশ কয়েক দিন ধরে গুঞ্জন উঠেছিল।
এবার সেই গুঞ্জন একপ্রকার উড়িয়ে দিলেন খোদ সৌদি ফুটবল ফেডারেশনের সাধারণ সচিব ইব্রাহিম আলকাসিম। স্প্যানিশ পত্রিকা মার্কার এক রিপোর্টে তিনি জানিয়েছেন, এখনও অবধি মেসির যোগদানের বিষয়ে তারা কিছুই জানেন না।
এই নিয়ে ফেডারেশন সচিব বলেছেন, "এই মুহুর্তে আমরা জানি না লিওনেল মেসির সম্ভাব্য আগমণের বিষয়ে। তবে আমি বা সৌদি ফুটবল ফেডারেশন মিথ্যা বলব না, আমরা একদিন ওনাকে আমাদের ঘরোয়া লিগে পেতে চাই।"
"ফেডারেশনের ভাবনা হল দেশের ফুটবলের উন্নতিসাধন করা, এবং নিঃসন্দেহে আমরা একই লিগে আবারও মেসি ও রোনাল্ডোকে দেখতে চাই। কিন্তু সত্যিটা হল, আমরা ওনার আগমণের বিষয়ে কিছুই জানি না।"
একাধিক রিপোর্ট অনুযায়ী, আল হিলাল ও আল ইত্তিহাদ মেসিকে প্রতি মরশুমে ৩৫০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে এবং এর জন্য সে দেশের সরকারের সাহায্য চেয়েছিল।
সম্প্রতি ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর এর জেরে হইচই পড়ে যায় ফুটবল মহলে। সদ্য প্যারিস সেইন্ট জার্মেইন দল সৌদিতে প্রীতি ম্যাচ খেলতে আসে আল নাসের ও আল হিলাল ক্লাবের যৌথ দলের বিরুদ্ধে। আর সেই ম্যাচে অনেক বছর পর মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখা যায়।