আইলিগের মতই কি এবার স্থগিত হবে আইএসএল? কি ভাবছেন আয়োজকরা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইএসএলে বিগত কয়েক দিন ধরে করোনার সংক্রমণ ক্রমশই বেড়ে চলেছে। এটিকে মোহনবাগান, এফসি গোয়া, এসসি ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসির মত একাধিক ক্লাবে করোনা পজিটিভ আসার জেরে বেশ চিন্তায় পড়েছে আয়োজকরা।
ইতিমধ্যেই এটিকে মোহনবাগানের পরপর দুটি ম্যাচ স্থগিতের নির্দেশ দিয়েছে আইএসএল কর্তৃপক্ষ। আর এর জেরে প্রশ্ন উঠেছে, যদি আইলিগ স্থগিত হতে পারে তাহলে কেন পুরো আইএসএল স্থগিত হতে পারে না? এই নিয়ে এবার এল বড় আপডেট।
জানা গিয়েছে, আইএসএল কর্তৃপক্ষ এখনই পুরো টুর্নামেন্ট স্থগিত হওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চায় না। বরং যে সকল দলগুলির করোনা সংক্রমণ প্রচন্ড বেশি, তাদের ম্যাচগুলি পিছিয়ে অন্য দিন করতে চাইছে আয়োজকরা। যেখানে আইলিগ কর্তৃপক্ষ কোনও একটি বা কিছু ম্যাচ স্থগিত করার ঝুঁকি নিতে চায় না। এবং যার ফলে একাধিক ফুটবলারের করোনা সংক্রমণ ধরা পড়তেই পুরো টুর্নামেন্টই স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে আইএসএলের জৈব বলয়ে, তাতে পুরো টুর্নামেন্টে স্থগিত করা উচিত কিনা, সে নিয়ে আগামী রবিবার সকল ফ্র্যাঞ্চাইজির সাথে ভার্চুয়াল বৈঠকে বসবে আইএসএল কর্তৃপক্ষ।