জুভেন্টাসে কি থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? এল এই বড় আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলবদলের মরশুম শুরুতেই জল্পনা ছিল, জুভেন্টাস ছাড়তে পারেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে আপাতত জুভেন্টাস সমর্থকরা নিশ্চিন্তে থাকতে পারে। কারণ যা সম্ভাবনা, তাতে ওল্ড লেডিদের হয়েই এই মরশুমে খেলবেন রোনাল্ডো।
একাধিক বিদেশী মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার অবধি জুভেন্টাসের কাছে কোনও ক্লাবের তরফ থেকে সরকারি বিড আসেনি। কিলিয়ান এমবাপ্পেকে রাখতেই এখন মনস্থির করেছে পিএসজি, এদিকে হ্যারি কেনকেই মূল টার্গেট করেছে ম্যানচেস্টার সিটি। ফলে দুই বড় প্রতিদ্বন্দ্বী আপাতত রোনাল্ডোকে নেওয়া থেকে সরেই দাঁড়িয়েছে।
বাকি রইল রিয়াল মাদ্রিদ। গত কয়েক দিন ধরেই লস ব্ল্যাঙ্কোসের তরফ থেকে ইচ্ছাপ্রকাশ এসেছিল রোনাল্ডোকে নেওয়ার। কিন্তু সম্প্রতি কোচ কার্লো আনসেলোত্তি জানিয়েছেন যে এই মরশুমে রোনাল্ডোকে নেওয়ার বিষয়ে কোনও পরিকল্পনা করা হয়নি।
আর এর ফলে বলাই যায়, চলতি মরশুমে জুভেন্টাসেই খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও এই মরশুম শেষে চুক্তি শেষ হচ্ছে জুভেন্টাসের সাথে। এবং রোনাল্ডো যদি চুক্তিবৃদ্ধি না করেন, তাহলে ফ্রি এজেন্ট হিসেবে অন্য ক্লাবে সই করতে পারেন এই সুপারস্টার।