শেষ অবধি কি রাজু গায়কোয়াড়কে নিচ্ছে এটিকে-মোহনবাগান? রইল বড় আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই সন্দেশ ঝিঙ্গানের ইউরোপ যাওয়া নিয়ে টালবাহানায় রয়েছে এটিকে মোহনবাগান। দেশের সেরা ডিফেন্ডারকে এএফসি কাপে না পাওয়াটা নিঃসন্দেহে বড় ধাক্কা হবে সবুজ-মেরুণ ব্রিগেডের জন্য। আর সন্দেশের এই শূন্যস্থান পূরণের জন্য পরিবর্তের কথাও ভাবছে আইএসএলের রানার্সরা।
এমন পরিস্থিতিতে এটিকে মোহনবাগানের সাথে যোগাযোগ করেছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার রাজু গায়কোয়াড়ের এজেন্ট। সূত্রের খবর, কথাবার্তা শুরুও হয়ে গিয়েছিল। কিন্তু একটি জায়গায় বাধা এসে পড়ে, তা হল অর্থ।
জানা গিয়েছে, চেন্নাইন এফসির তরফ থেকে যে বড় বেতনের অফার পেয়েছেন রাজু, সেই অফারের সমান এজেন্ট চাইছে এটিকে-মোহনবাগানের কাছে। কিন্তু বয়স্ক এই ডিফেন্ডারের জন্য এত টাকা খরচ করতে রাজি নয় সবুজ-মেরুণ ব্রিগেড। ফলে সবুজ-মেরুণে রাজুর ফেরাটা অনিশ্চিত হয়েই থাকবে।
তবে সন্দেশের অভাব মেটাতে এটিকে-মোহনবাগানকে ভরসা রাখতে হবে তরুণ ডিফেন্ডার দীপক টাংরির উপরেই। যদিও দলবদলের মরশুম এখনও চলছে, ফলে নতুন কোনও ডিফেন্ডারকে সই করতেই পারে এটিকে মোহনবাগান শিবির।