সত্যিই কি এটিকে মোহনবাগান ছাড়ছেন অরিন্দম? রইল মস্ত বড় আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতকাল থেকেই একটি খবর বেশ ঘুরপাক খাচ্ছে বাংলার ফুটবলমহলে, সম্ভবত এটিকে মোহনবাগান ছাড়তে চলেছেন তারকা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। এটিকে ও এটিকে মোহনবাগানের হয়ে দুর্দান্ত পারফর্মেন্সের পরেও এএফসি কাপের তিনটি ম্যাচে নয়া সাইনিং অমরিন্দরই ছিলেন প্রথম পছন্দ।
আর এর জেরে কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে, এবারের আইএসএলেও প্রথম পছন্দ হতে চলেছেন অমরিন্দর। আর এর জেরে গেমটাইম পেতে ক্লাব ছাড়ার কথা ভাবছেন অরিন্দম। কিন্তু এই নিয়ে একেবারে সতর্ক এটিকে মোহনবাগান।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অরিন্দমের সাথে কথা বলেছেন কোচ আন্তোনিও হাবাস। এবং প্রতিশ্রুতি দিয়েছেন, গেমটাইম পাবেন অরিন্দম। তবে অমরিন্দরের ডেপুটি হিসেবেই থাকতে হবে বাঙালি গোলকিপারকে।
এদিকে আর এক বাঙালি গোলকিপার অভিলাষ পালকে লোনে পাঠাতে চলেছে এটিকে মোহনবাগান। ২০২৪ অবধি চুক্তিবদ্ধ অভিলাষকে গেমটাইম দিতে এই ভাবনা ম্যানেজমেন্টের। আর এর জেরে স্পষ্ট, অরিন্দম থাকছেন এটিকে মোহনবাগানে।