এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির খেলোয়াড়দের উপর কেন বেশি নির্ভরশীল ইগর স্টিম্যাচ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ১০ জনের বাংলাদেশের কাছে আটকে গিয়েছে শক্তিশালী ভারতীয় দল। আর এরপর সমালোচনায় বিদ্ধ কোচ ইগর স্টিম্যাচ। আর এখানে অনেকেই প্রশ্ন তুলছেন, কেন ভারতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই দুটি দল থেকে এসেছে?
সাফ চ্যাম্পিয়নশিপের দল দেখলে দেখা যাবে, এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি থেকে মোট আটজন খেলোয়াড় রয়েছে ভারতীয় স্কোয়াডে। তবে এই নিয়ে নিজের কারণও ব্যাখ্যা করেছেন স্টিম্যাচ।
আসলে, সদ্য মালদ্বীপে এএফসি কাপের গ্রুপপর্ব খেলে এসেছে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির ফুটবলাররা। এছাড়া ভারতের বাকি দলগুলির থেকে অনেক আগে প্রতিদ্বন্দ্বীতামূলক খেলাও শুরু করেছে তারা। যার জেরে দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে এই দুই দল।
এই নিয়ে স্টিম্যাচ বলেছেন, "ওরা (এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি) অনেক আগে থেকে কাজ শুরু করেছে। এর অর্থ হল ওদের ইঞ্জিন এই টুর্নামেন্টের আগে থেকেই চালু রয়েছে।"
যদিও এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির খেলোয়াড়দের যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলছেই না, তবে যে পরিকল্পনা ও ট্যাকটিক্সের অধীনে তারা ক্লাবে খেলে এসেছে, সেই খেলা স্টিম্যাচের অধীনে বেশ বিলীন। ফলে এতে খেলোয়াড়দের মানসিকতার উপরেও প্রভাব পড়ছে বলে মনে করছে ভারতীয় ফুটবল মহল।