ইন্টার মায়ামির হয়ে খেলে শাস্তির মুখে পড়তে পারেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে স্বপ্নের ফর্মে খেলছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ইন্টার মায়ামিকে লিগস কাপ জেতানোর পর এবার মেজর লিগ সকারে অভিষেক করে নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে দুরন্ত জয় এনে দেন লিও।
আরও পড়ুন - ১০ জন অধিনায়কের উপস্থিতিতে আহমেদাবাদে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
কিন্তু এই জয়ের পরেও শাস্তির ঘনঘটা সৃষ্টি হয়েছে মেসির উপর। রেড বুলসের বিরুদ্ধে ম্যাচের পর, মেসি সাংবাদিকদের সাথে কথা বলেননি। আর এই বিষয়টি লিগের নিয়ম অনুযায়ী আইনবিরুদ্ধ।
সংবাদ সংস্থা এপি-এর রিপোর্ট অনুযায়ী, ইন্টার মায়ামির মুখপাত্র মলি ড্রেসকা সেই ম্যাচের পর জানান যে মেসি সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারের জন্য থাকবেন না। মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী, ম্যাচের পর সকল খেলোয়াড়দের সাক্ষাৎকারের জন্য থাকতে হবে।
আরও পড়ুন - সোনাজয়ী থ্রোতেও সন্তুষ্ট নন নীরাজ, আরও ভালো করার আশ্বাস দিলেন
নিউ ইয়র্ক ও মায়ামি ম্যাচের আগে এমএলএসের কার্যকরী সহ সভাপতি ড্যান কোর্টেমানশে জানিয়েছিলেন যে মেসি সহ সকল খেলোয়াড়ই ম্যাচের পর মিডিয়াকে সাক্ষাৎকার দেবেন।
তবে এই নিয়মলঙ্খনের জন্য মেসিকে কি শাস্তি পেতে হবে, সেটি এখনও জানা যায়নি। সরকারিভাবে এই ঘটনা নিয়ে এখনও অবধি কোনও বিবৃতি আসেনি।