ফ্রি এজেন্ট লিওনেল মেসি! কি কারণে আর্জেন্টাইন বরপুত্রকে রাখতে দেরি করছে বার্সিলোনা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই এমন একটি বিষয় ঘটে গিয়েছে, যা হয়ত ফুটবলপ্রেমীরা কল্পনাও করতে পারেননি। বিশ্ব ফুটবলের সর্বসেরার একজন লিওনেল মেসি বর্তমানে ক্লাবহীন। ১ জুলাই থেকে এফসি বার্সিলোনার সাথে চুক্তি শেষ হয়েছে মেসির। ফলে এখন ফ্রিতে মেসিকে নিতে পারবে যে কোনও ক্লাবই।
আর এই পরিস্থিতিতে কেন চুক্তিবৃদ্ধি করতে এত দেরি করছে এফসি বার্সিলোনা? মরশুমের শুরুতে প্রাক্তন প্রেসিডেন্ট জোসেপ বার্তোমেউয়ের সময়ে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন মেসি, কিন্তু জোয়ান লাপোর্তার আগমণ এবং ক্লাবকে নিয়ে নয়া পরিকল্পনার বিষয়ে জানার পর মেসি নিজেই আগ্রহী হয়েছেন বার্সায় থেকে যাওয়ার। একাধিক রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সাল অবধি মেসিকে রাখতে কাজও শুরু করে দিয়েছেন লাপোর্তা ও তার দল।
কিন্তু সমস্যা কোথায়? গোড়ার গলদ এক জায়গাতেই, আর তা হল অর্থ। বর্তমানে লা লিগার হেভিওয়েট এই ক্লাব ১.২ বিলিয়ন ইউরো দেনায় রয়েছে। যার জেরে নয়া খেলোয়াড় নেওয়া নিয়ে সমস্যা রয়েইছে। এদিকে লা লিগার নয়া স্যালারি ক্যাপের সীমাবদ্ধতার জন্য লিওনেল মেসির বিপুল বেতনের চুক্তি বানাতে পারছে না বার্সা। ২০১৯ সালে, বার্সিলোনার স্যালারি লিমিট ছিল ৬৭১ মিলিয়ন ইউরো, কিন্তু অতিমারির জেরে ও বার্তোমেউয়ের অধীনে তা নেমে আসে ৩৪৯ মিলিয়ন ইউরোতে। ফলে বিশ্বের সবথেকে বেশি বেতন পাওয়া ফুটবলার লিও মেসিকে রাখতে অন্যান্য খরচ কমাতে হবে বার্সাকে।
আর এর জেরে মেসি তো দূর, আগামী মরশুমের জন্য নয়া খেলোয়াড় হিসেবে আসা এরিক গার্সিয়া, মেম্ফিস ডিপে, এমারসন ও সের্জিও আগুয়েরোকে রেজিস্টার করাতে পারবে না বার্সিলোনা, যতক্ষণ না লা লিগার স্যালারি ক্যাপে নিজেদের পরিমাণ নামিয়ে আনতে পারে। আর এর জন্য মূল দলের বেশ কিছু খেলোয়াড়কে বিক্রি করতে হবে।
ইতিমধ্যেই খেলোয়াড় ছাঁটাইয়ের কাজ শুরু করেছে বার্সা। ৮.৫ মিলিয়ন ইউরোতে ফরাসি ক্লাব নিসে বিক্রি করা হয়েছে জন-ক্লিয়ার টোডিবোকে। এছাড়া তিন মিলিয়ন ইউরোতে কোনরাদকে ফরাসি ক্লাব মার্সেই ও ১৫ মিলিয়ন ইউরোয় লিডস ইউনাইটেডে জুনিয়র ফিরপোকে দিয়ে দিচ্ছে বার্সিলোনা। ফ্রি ট্রান্সফারে ক্লাব ছেড়েছেন ম্যাথিউস ফার্নান্ডেজ।
এছাড়া তারকা খেলোয়াড়দের মধ্যে স্যামুয়েল উমতিতি, মিরালেম পিয়ানিচ, মার্টিন ব্র্যাথওয়েট ও ফিলিপে কুটিনহোর মত বিপুল বেতন নেওয়া খেলোয়াড়দের ট্রান্সফার লিস্টে রাখা হয়েছে। ফলে বেতনের খরচ কমানোর বিষয়ে জোর কদমে লেগে পড়েছে বার্সিলোনা।
এদিকে লিওনেল মেসিকে রাখা নিয়ে প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা বলেছিলেন, "আমরা মেসিকে রাখতে চাই আর মেসিও থাকতে চান। সবকিছুই প্রক্রিয়া অনুযায়ী চলছে। আমাদের ফেয়ার প্লে নিয়েই সমস্যা রয়েছে, আমরা সেই প্রক্রিয়ায় রয়েছে এবং দুই পক্ষের জন্য উপায় বের করে আনার জন্য কাজ করছি।"