শুধু জার্ভিস নয়, এই কারণের জন্য ইস্টবেঙ্গল নিতে পারছে না নতুন কোনও বিদেশীকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন রয়েছেন টিম হোটেলেও তবুও ইংরেজ ফরওয়ার্ড জেক জার্ভিসের নাম এখনো ঘোষণা করতে পারল না ইস্টবেঙ্গল এফসি। এবং এর চেয়ে প্রশ্ন উঠছে, ঠিক কি কারণে এই ইংরেজ ফরওয়ার্ডের নাম এখনও সরকারিভাবে ঘোষণা করতে পারছে না লাল হলুদ ব্রিগেড?
এর আগে গুঞ্জন উঠেছিল, ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এলিয়ান্দ্রোর সাথে গোল্ডেন হ্যান্ডসেট না হওয়ার জন্যই জেক জার্ভিসের নাম ঘোষণা করা হয়নি। কিন্তু এবার যা শোনা যাচ্ছে তাতে বিষয়টি অত্যন্ত জটিল হয়ে উঠেছে।
ইস্ট বেঙ্গল সমর্থকদের অবশ্যই মনে থাকবে ওমিদ সিংয়ের কথা। ২০২০ সালে ইরানীয় এই ফুটবলারকে নেওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল ক্লাবের। কিন্তু শেষ অব্দি তা হয়নি। আর এর জেরে ওমিদ এবং তার এজেন্ট অভিযোগ জানান ফিফার কাছে যে, ইস্টবেঙ্গল তার সাথে প্রাক চুক্তি করলেও সে প্রাক চুক্তির বকেয়া মেটানো হয়নি।
শোনা যাচ্ছে, এবার সেই বকেয়া না মেটানোর কারণে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সেন্ট্রাল রেজিস্টারিং সিস্টেমে জেক জার্ভিসের নাম নথিভুক্ত করতে পারছে না ইস্টবেঙ্গল এফসি। এবং শুধু এই ইংরেজ ফরওয়ার্ড নয় যদি ওমিদ সিংহের বকেয়া না মেটানো হয় তবে অন্য কোনও বিদেশী ফুটবলার নিতে পারবে না ইস্টবেঙ্গল এফসি।
যা খবর, ওমিদ সিংহের বকেয়া মিটানোর কাজ অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে। কিন্তু এখনো পুরো বকেয়া না মেটানোয় পরিস্থিতি এখনো বজায় রয়েছে। ইরানীয় এই ফুটবলের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট এলে তবেই নতুন বিদেশি ফুটবলার সই করাতে পারবে ইস্টবেঙ্গল এফসি
আর হয়তো সেই কারণেই চলতি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে একটির বেশি বিদেশি নিয়ে আসতে পারছে না ইস্টবেঙ্গল এফসি।