ইস্টবেঙ্গল নিয়ে একী মন্তব্য করলেন মোহনবাগান অৰ্থ সচিব দেবাশিস দত্ত!

নিজস্ব প্রতিনিধি: আগামী মরশুমে আই লিগেই খেলবে ইস্টবেঙ্গল। এমনটাই অনুমান করছে সবাই। তার কারণ, সোমবার আই লিগের ক্লাবগুলোকে নিয়ে ফেডারেশনের যে সভা আয়োজন করা হয়েছিল, সেই সভায় ছিল ইস্টবেঙ্গল। যদিও এই নিয়ে খুব একটা মন্তব্য করতে চাইলেন না কুশল দাস। তিনি শুধু বললেন, ইস্টবেঙ্গল নিয়ে কিছু বলতে পারব না। ওরাই জানে, ওরা কী চায়।
তবে বিদেশি কমানো ইস্যু নিয়ে এক্সট্রাটাইম বাংলা ফুটবল শো'তে লাইভ এসে মোহনবাগান অৰ্থসচিব দেবাশিস দত্ত বলেন, ইস্টবেঙ্গল তো আই লিগের মিটিংয়ে উপস্থিত ছিল। তার মানে কী? আমরা আগামী বছর আইএসএলে খেলব। এটা জানে ফেডারেশন। তাই আমাদের আই লিগের মিটিংয়ে ডাকেনি। এর থেকেই তো সব বিষয়টা পরিষ্কার। আমাদের আই লিগ খেলা শেষ হয়ে গেছে। আগামী বছর ডার্বি না হলে তার পরের বছর হবে। কী আর করা যাবে?