ইস্টবেঙ্গল রক্ষণের নয়া ভরসা টমিস্লাভ মর্সেলার ফুটবল কেরিয়ার বেশ বৈচিত্র্যময়!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গল ঘোষণা করে, এবারের আইএসএলে এশীয় কোটায় খেলতে আসছেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার টমিস্লাভ মর্সেলা। ৩০ বছরের এই ডিফেন্ডার ক্রোয়েশিয়ান-জাতও বটে, তবে অস্ট্রেলিয়ার হয়েই নিজের ফুটবল খেলার সিদ্ধান্ত নেন পার্থে জন্মানো মর্সেলা। ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতা সম্পন্ন এই ডিফেন্ডার এসসি ইস্টবেঙ্গল রক্ষণকে ভরসা দেবেন বলেই আশা করছেন লাল-হলুদ সমর্থকরা।
খুব অল্প বয়সে নিজের ফুটবল কেরিয়ার গড়তে অস্ট্রেলিয়া ছাড়েন মর্সেলা, এবং ক্রোয়েশিয়ার ক্লাব আরএনকে স্প্লিটের যুব অ্যাকাডেমিতে যোগ দেন। এরপর ২০০৯ সালে যোগ দেন জাদ্রান কাস্তেল (সেই সময়ে ক্রোয়েশিয়ার তৃতীয় ডিভিশন ক্লাব, বর্তমানে অবলুপ্ত) এ। আর ২০১০ সালে এনকে প্রিমোরাচে সই করেন মর্সেলা।
তবে তিনি নজর কাড়েন ২০১১ সালে, যখন তিনি দ্বিতীয় ডিভিশনের ক্লাব এনকে ইমোতস্কিতে যোগ দেন। মাত্র ২০ বছর বয়সে তিনি ডিফেন্সের ভরসা হয়ে ওঠেন। এরপর সেই ভালো পারফর্মেন্সকে নিয়ে যোগ দেন এনকে মোসোরে। দ্বিতীয় ডিভিশনে দুর্দান্ত পারফর্মেন্সের পর অবশেষে শিকে ছেঁড়ে মর্সেলার। ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন ক্লাব এনকে হ্রভাতস্কি ড্রাগোভোলাচে সই করেন। শুরুর দিকে সেভাবে সুযোগ না পেলেও এরপর ধীরে ধীরে প্রথম একাদশে জায়গা করে নেন মর্সেলা।
তবে দারুণ পারফর্ম করেও ড্রাগোভোলাচে অবনমিত হয়। কিন্তু তা সত্ত্বেও মর্সেলার ভালো পারফর্মেন্সের জেরে প্রথম ডিভিশনের ক্লাব এনকে লোকোমোটিভাতে সুযোগ পান মর্সেলা।
ক্রোয়েশিয়ায় দীর্ঘ সাত বছর কাটানোর পর এবার নয়া চ্যালেঞ্জের সম্মুখীন হন মর্সেলা। ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার প্রথম ডিভিশনের ক্লাব জিওননাম ড্রাগনসের হয়ে খেলেন মর্সেলা। দুই মরশুম সেখানে কাটানোর পর অবশেষে নিজের ঘরে ফিরে আসেন তিনি। ২০১৮ সালে নিজের ঘরের ক্লাব পার্থ গ্লোরিসের হয়ে খেলেন মর্সেলা। আর সেখানে এ লিগ প্রিমিয়ারস জিতেছেন মর্সেলা।
ডিফেন্ডার হওয়া সত্ত্বেও গোল করতে জানেন মর্সেলা। নিজের দারুণ উচ্চতার কারণে হেডে গোল করেন মর্সেলা। নিজের ২২৪টি ক্লাব ম্যাচে ১৪টি গোল করেছেন মর্সেলা, এবং ৬টি গোল করিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে এখনও অবধি পদার্পণ করেননি মর্সেলা। যদিও ২০১৫ সালে কিরঘিজস্থানের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচে অস্ট্রেলিয়ার ২৩ সদস্যের দলে সুযোগ পান মর্সেলা। কিন্তু খেলার সুযোগ পাননি।