ইস্টবেঙ্গলের মাঝমাঠকে নেতৃত্ব দিতে আসা আমির ডেরভিসেভিচের কেরিয়ার কেমন? জেনে নিন…

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিদেশী বাছাইয়ে গতবারের ভুল শুধরে নিচ্ছে এসসি ইস্টবেঙ্গল। স্লোভেনিয়ার মিডফিল্ডার আমির ডেরভিসেভিচকে এক বছরের চুক্তিতে সই করাল ইস্টবেঙ্গল। এবং ২৯ বছরের এই মিডফিল্ডার লাল-হলুদের মিডফিল্ডকে নেতৃত্ব দেবেন, এমনটাই আশা করা যায়।
২৯ বছরের এই মিডফিল্ডার মূলত মাঠের মাঝখানে খেলতে পছন্দ করেন। দারুণ পাসিং এবং ফুটবল বুদ্ধিতে মাঝমাঠে খেলা তৈরি করেন আমির। এছাড়া প্রয়োজনে নিজের গতিকে ব্যবহার করে উঠে গোলও করেন তিনি। দীর্ঘ আট বছর স্লোভেনিয়ার প্রথম ডিভিশনে খেলেছেন আমির।
গত স্লোভেনিয়ান লিগে এনকে মারিবরের হয়ে ১৫টি ম্যাচ খেলেছিলেন, যার মধ্যে দুটি অ্যাসিস্ট করেছেন আমির।গত মরশুমে মারিবর লিগে দ্বিতীয় স্থানে শেষ করেছিল।
এদিকে মারিবরের হয়ে তিনবার স্লোভেনিয়ান লিগ জেতেন আমির, আর একবার জিতেছেন স্লোভেনিয়ান কাপ। মারিবরের হয়ে ১০০টি বেশি ম্যাচ খেলেছেন আমির, যেখানে ১৮টি গোল ও ২৭টি অ্যাসিস্ট করেছেন তিনি।
স্লোভেনিয়ান ক্লাব এনকে ইন্টাব্লকের যুব দল থেকে শুরু করেন আমির। এরপর ক্রকায় খেলার পর মারিবরে যোগ দেন আমির। মাঝে ভেরযেজেও খেলেছেন আমির। এছাড়া মারিবরের দ্বিতীয় দলের হয়ে খেলেছেন স্লোভেনিয়ার দ্বিতীয় ডিভিশনও।
আন্তর্জাতিক কেরিয়ারের কথা বললে, স্লোভেনিয়ার অনুর্ধ্ব ১৯ ও অনুর্ধ্ব ২১ দলে খেলেছেন আমির। এরপর জাতীয় দলের হয়ে মন্টেনেগ্রোর বিরুদ্ধে অভিষেক করেন আমির। ২০১৮ সালে উয়েফা নেশনস লিগে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। আর তারপর জাতীয় দলে সুযোগই পাননি।
ফলে কেরিয়ার গ্রাফ মিশ্র হলেও গোল করতে ও করাতে জানেন আমির ডেরভিসেভিচ। এবং এই খিদেই চাইছেন এসসি ইস্টবেঙ্গলের নয়া হেডস্যার মানোলো ডিয়াজ।