মনবীর ও লেনির বদলে এটিকে মোহনবাগানে কারা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহূর্তের দল বদলে বড় চমক দিতে চলেছে এটিকে মোহনবাগান শিবির, মাঝমাঠ কে আরো শক্তিশালী করতে লেনি রডরিগেজ এর জায়গায় সম্ভবত আসতে চলেছেন অনিরুদ্ধ থাপা। চেন্নাইন এফসির অনিরুদ্ধ থাপা জাতীয় দলের ফুটবলার। এই সেন্টার মিড ফিল্ডারকে পেতে ঝাঁপাচ্ছে এটিকে মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট। লেনির খেলায় একদম খুশি নয় কর্তৃপক্ষ।
আর একজনের খেলা ভাবাচ্ছে সবুজ মেরুণ কর্তাদের। তাই আক্রমণের জোর বাড়াতে মনবীর সিং এর জায়গায় সম্ভবত আসতে চলেছেন গোয়ার আক্রমণ ভাগের খেলোয়াড় দেবেন্দ্র মুরগাঁওনকা। ৫ ফুট ৬ ইঞ্চির এই খর্বকায় ফুটবলার খুবই দ্রুতগামী। এই দুই ফুটবলারকে পেতে সোয়াপ ডিল করতে চাইছে সবুজ মেরুন কর্তারা। মাঝমাঠ এবং রক্ষণ ভাগে অনিরুদ্ধ এবং দেবেন্দ্রর অন্তর্ভুক্তিতে দলের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলেই ধারনা ভারতীয় ফুটবল মহলে।