বার্সিলোনা না পিএসজি? কোথায় যাচ্ছেন লিওনেল মেসি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্বকাপ জয়ের পর বিষয়টি স্বাভাবিক ছিল, প্যারিস সেইন্ট জার্মেইন লিওনেল মেসির চুক্তি বাড়াতে আগ্রহ দেখাবে। সেই মত মেসিকে এক বছরের জন্য চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল পিএসজি। এবং একাধিক রিপোর্ট অনুযায়ী, সেই চুক্তিবৃদ্ধিতে রাজিও হন মেসি।
তবে এবার এই চুক্তিবৃদ্ধিতে এসেছে নতুন মোড়। প্রখ্যাত সাংবাদিক জেরার্ড রোমেরো সোমবার নিজের স্ট্রিমিংয়ে জানিয়েছেন, পিএসজির সাথে চুক্তি বাড়াতে আগ্রহী নন লিওনেল মেসি। তিনি বলেছেন, "পিএসজির সাথে লিও মেসির চুক্তিবৃদ্ধি এখনও অবধি নিশ্চিত নয়, এবং মনে হয় না উনি চুক্তি নবীকরণ করবেন।"
এদিকে একাধিক রিপোর্ট অনুযায়ী, লিওনেল মেসিকে ফিরিয়ে আনতে আগ্রহী বার্সিলোনা সভাপতি জোয়ান লাপোর্তা। হেড কোচ জাভিও মেসিকে ফিরিয়ে আনতে আগ্রহী। সেক্ষেত্রে যদি মেসি পিএসজির হয়ে চুক্তি নবীকরণ না করেন, সেক্ষেত্রে বার্সিলোনা উদ্যোগী হবে মেসিকে নেওয়ার জন্য।
এদিকে আর এক জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানো নিজের টুইটে জানিয়েছেন, চুক্তি নবীকরণের বিষয়ে মৌখিক সম্মতি মিললেও আগামী কয়েক দিনের মধ্যে এই বিষয়ে আলোচনায় বসবে মেসি ও পিএসজি।
যা খবর, এক বছর নয়, বরং ২-৩ বছরের জন্য চুক্তি নবীকরণ করতে চান মেসি। এবং এই দাবিটিই উঠবে পিএসজির সাথে আলোচনায়, তা বলাই যায়।