কোন ক্লাবে যেতে পারেন বার্সা মহাতারকা লিওনেল মেসি? জানতে পড়ুন...

এক্সট্রা টাইম নিউজ ডেস্ক : গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বার্সেলোনা সমর্থকরা যা ভাবতে পারেননি, এবার সেটাই হতে চলেছে। প্রিয় বার্সা ছাড়তে চলেছেন অধিনায়ক লিওনেল মেসি। ক্লাব সভাপতি জোসেপ বার্তোমিউকে দু’লাইনের ছোট্ট একটা ফ্যাক্সে মেসি জানিয়েছেন, "আমি আর বার্সেলোনায় থাকছি না। চুক্তি অনুযায়ী আমার যে বছর শেষে ক্লাব ছাড়ার ক্লজ আছে সেটাই অ্যাক্টিভেট করতে চাই।"
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আর্জেন্টিনার মহাতারকা কোন ক্লাবে সই করতে পারেন? এই মুহূর্তে বিশ্বে আর কোন দল মেসির বিপুল বেতনের চাহিদা মেটাতে পারবে? আর যদি ট্রান্সফার ফি দিতে হয়, সেটাই বা কারা দিতে পারবে। এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে।
বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি অনুযায়ী তাঁর ‘রিলিজ ক্লজ’ ৭০০ মিলিয়ন ইউরো। অর্থাৎ কোনও ক্লাব যদি এখন মেসিকে নিতে চায়, তাহলে বার্সেলোনাকে এই বিপুল পরিমাণ অর্থ 'ট্রান্সফার ফি' হিসেবে দিতে হবে। এরপর মেসির সঙ্গে আলাদাভাবে চুক্তি করতে হবে। কোভিডের জন্য সব দেশেই আর্থিক মন্দা চলছে। এই মুহূর্তে বিশ্বের কোনও ক্লাবের পক্ষেই এত টাকা দেওয়া সম্ভব নয়।
যদিও অন্য একটা রাস্তাও খোলা আছে। ২০২১ সালের জুন মাসে মেসির সঙ্গে বার্সার চুক্তি শেষ হওয়ার কথা। আর চুক্তির শর্ত অনুযায়ী, শেষ হওয়ার এক বছর আগে ‘রিলিজ ক্লজ’ কমে ৩০০ মিলিয়ন ইউরো হয়ে যাবে। এই পরিমাণ অর্থ অবশ্য অনেক ক্লাব ব্যয় করতে পারবে। ফলে 'এল এম টেন'কে লুফে নেওয়ার জন্য পিএসজি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি পর্যন্ত। এমনকি ইতালির বিখ্যাত ক্লাব ইন্টার মিলান মেসিকে পাওয়ার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে।
তবে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার আগেই মেসি কিন্তু ক্লাবকে বিদায় জানাতে পারেন। ব্যাপারটা হল চুক্তির শর্ত অনুযায়ী মেসি যদি চান তাহলে এই মুহূর্তে নিজেই বার্সার সঙ্গে নিজের চুক্তি শেষ করে দিতে পারেন। কিন্তু একশ্রেণীর দাবি সেক্ষেত্রে আইনি জটিলটা আছে। মেসিও সেটা জানেন। তাই তিনি চাইছেন ক্লাবের সঙ্গে যেহেতু তাঁর সম্পর্ক ভাল, তাই তিনি ক্লাব ছাড়তে চাইলে আর বার্সা আপত্তি করবে না। আর চুক্তি বাতিল করতে চাইলেও বাধা দেবে না। মেসি যদি কোনওভাবে বার্সার সঙ্গে চুক্তি শেষ করে ফেলতে পারেন, তাহলে তিনি ‘ফ্রি এজেন্ট’ হয়ে যাবেন। ফলে সেক্ষেত্রে তাঁকে কেনার জন্য আর কোনও ক্লাবকে ট্রান্সফার ফি দিতে হবে না।
শোনা যাচ্ছে এই দুটো ক্লাব মেসিকে নেওয়ার জন্য লড়াইয়ে এগিয়ে আছে। ম্যানচেস্টার সিটি ও পিএসজি। এখন তিনি নেইমারের সঙ্গে জুটি বাঁধবেন না প্রিয় কোচ পেপ গুয়ার্দিওলার দলে সই করবেন, সেটা তো সময় বলবে। যদিও একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি মেসি নাকি ম্যানচেস্টার সিটি'র দিকেই পা বাড়াবেন। কারণ, প্রাক্তন কোচের পাশাপাশি সেই দলে নিজের দেশের সতীর্থ আগুয়েরো'ও রয়েছেন।