রাজার হালে সৌদি আরবে থাকবেন নেইমার! দামী গাড়ি-বাড়ির ভিড়ে ব্রাজিলিয়ান সুপারস্টার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবল বিশ্বে সাড়া জাগিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে সই করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার ফুটবলার নেইমার। প্যারিস সেইন্ট জার্মেইনকে ৯৮.৬ মিলিয়ন ডলার ট্রান্সফার ফি দিয়ে নেইমারকে দুই বছরের চুক্তিতে সই করিয়েছে সৌদি হেভিওয়েটরা। আল হিলালে প্রতি বছর ১৫০ মিলিয়ন ডলার বেতন পাবেন নেইমার।
আরও পড়ুন - মোহনবাগান কিভাবে যেতে পারবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে? দেখুন সমীকরণ
তবে শুধু বিপুল বেতনই নয়, সৌদিতে একেবারে রাজার হালে থাকবেন এই সুপারস্টার, এমন খবরই সামনে আসছে।
ডিয়ারিও এএস-এর রিপোর্ট অনুযায়ী, বিলাসবহুল ম্যানশন পাবেন নেইমার, যেখানে ২৫টি বেডরুম থাকবে। সেই ম্যানশনে থাকবে ৪০*১০ মিটারের দীর্ঘকায় সুইমিং পুল, থাকবে তিনটি সনা বুথও। বাড়ির কাজ করে দেওয়ার জন্য ২৪ ঘন্টা ধরে ৫ জন সেবক নিযুক্ত থাকবেন।
বিলাসবহুল বাড়ি ছাড়াও দামী দামী গাড়িও পাবেন নেইমার। একটি বেন্টলে কন্টিনেন্টাল জিটি (২.৩০ লক্ষ ডলার), অ্যাস্টন মার্টিন ডিবিএক্স (দুই লক্ষ ডলার) ও ল্যাম্বরগিনি হুরাকান (২.১৫ লক্ষ ডলার) পাবেন তিনি। আর এই গাড়িগুলি চালানোর জন্য ২৪ ঘন্টা নিযুক্ত থাকবেন একজন চালক।
এদিকে ছুটির দিনগুলিতে নেইমারের সমস্ত খরচ বহন করবে আল হিলাল। এমনকি, একটি প্রাইভেট জেটও দেওয়া হবে নেইমারকে।
সবশেষে, সোশ্যাল মিডিয়ায় সৌদি আরবকে নিয়ে একটি পোস্ট করলে ৫ লক্ষ ডলার করে পাবেন নেইমার।
ফলে বলাই যায়, একেবারে রাজার মত সৌদিতে থাকবেন নেইমার।