সোমবারের কর্মসমিতির বৈঠকে কী সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: সোমবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে হয় কর্মসমিতির বৈঠক। এই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্তারা। যেখানে আগেই সাংবাদিক বৈঠক করে ক্লাব জানিয়েছিল 'ক্রাউডফান্ডিং' করে ইয়ুথ ডেভেলপমেন্টের উন্নয়নের জন্য অর্থ তোলা হবে। এর জন্য সমর্থক থেকে শুরু করে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ সাহায্য চাওয়া হচ্ছিল। সেই অর্থের প্রথম কিস্তি হিসেবে সোমবার ইমামি ইস্টবেঙ্গল এফ সি'র কাছে ইয়ুথ ডেভেলপমেন্ট এর জন্য ২৫ লক্ষ টাকা তুলে দিয়েছেন ক্লাব কর্তারা।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে এই দল নামাতে চলেছে ভারতীয় ফুটবল দল
এছাড়াও সদস্য গ্যালারির উপর নির্মীয়মান ভিভিআইপি লাউঞ্জের কাজ প্রায় শেষের পথে। কর্মসমিতির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে উক্ত ভিভিআইপি লাউঞ্জের নামকরণ করা হবে ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক প্রয়াত কৃশাণু দে'র নামে।
এছাড়াও আজকের সভায় কর্মসমিতির সদস্যরা 'ইন্টারকন্টিনেন্টাল কাপ' চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় ফুটবল দলের কোচ ও ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন ।