ফুটবল মাঠেই রেফারি-ফুটবলারদের সাথে মারপিট রোনাল্ডোর, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চলতি মরশুমে আল নাসেরের ম্যাচ থাকা মানেই শিরোনামে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর পর দুই ম্যাচে হ্যাটট্রিক করেই হোক কিংবা প্রতিপক্ষ ফুটবলারের সাথে ঝামেলায় জড়িয়েই হোক। তবে সোমবার রোনাল্ডো যে কাজটি করলেন সেই দৃশ্য এর আগে কখনও রোনাল্ডো ভক্তরা দেখেননি।
প্রসঙ্গত সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল হিলালের বিরুদ্ধে খেলতে নেমেছিল রোনাল্ডোর আল নাসের। সেই ম্যাচে ২-১ গোলে পরাজিত হয় রোনাল্ডো-মানেদের দল। তবে ম্যাচের রেজাল্টের থেকেও বেশি আলোচিত হয় আল নাসেরের ফুটবলারের বুকে রোনাল্ডোর কনুই মারা নিয়ে।
ম্যাচের তখন শেষের দিকে। বলটি থ্রো লাইন টপকে গেলে রোনাল্ডো তড়িঘড়ি থ্রো করতে দৌড়ান, সেই সময় আল হিলালের আল বুলাইহি রোনাল্ডোকে বাধা দিলে রোনাল্ডো তাঁর বুকে সজোরে কনুই চালান।
এরপর রেফারি তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বলেন। রোনাল্ডো রেফারির দিকেও ঘুষির অঙ্গভঙ্গি করেন। এমনকি অধিনায়ক ব্যান্ড টিও ছুড়ে দেন তিনি।
ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে আল হিলাল কোচ জর্জ জেসাস বলেন, "রোনাল্ডো বিশ্বের অন্যতম গুরুতপূর্ণ একজন ফুটবলার, অনেকের কাছে রোল মডেলও বটে। তবে তিনি পরাজয়ের সাথে অভ্যস্ত নন। তাই ম্যাচ হারলে তিনি তাঁর মেজাজ হারানো খুব স্বাভাবিক ঘটনা।"
দীর্ঘদিনের কেরিয়ারে রোনাল্ডো এই নিয়ে ১২বার লাল কার্ড দেখেছেন। অন্যদিকে চলতি মরশুমে রোনাল্ডো আল নাসেরের হয়ে ৩৭ ম্যাচে ৩৬ গোল এবং ১২ টি অ্যাসিস্ট করেন।