UAE এর বিরুদ্ধে একাধিক পরিবর্তন ভারতের, সুযোগ পেলেন প্রীতম-লিস্টন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ওমান ম্যাচের মত একাধিক পরিবর্তন নিয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। দেশের হয়ে অভিষেক করছেন তরুণ স্ট্রাইকার লিস্টন কোলাসো। এদিকে সুযোগ পাচ্ছেন দুই ডিফেন্ডার মাশুর শরিফ এবং প্রীতম কোটাল।
এছাড়া দলে ফিরেছেন আদিল খান এবং গুরপ্রীত সিং সান্ধু, যিনি এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলাবেন। যদিও গত ম্যাচের অধিনায়ক সন্দেশ ঝিঙ্গান এই ম্যাচে নেই।
সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারতীয় একাদশ - গুরপ্রীত সিং সান্ধু (গোলকিপার / অধিনায়ক), আকাশ মিশ্রা, অনিরুদ্ধ থাপা, আদিল খান, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, সুরেশ সিং, লালেংমাওয়িয়া, প্রীতম কোটাল, লিস্টন কোলাসো, মাশুর শরিফ।