মাবখৌতের হ্যাটট্রিকে গোলের মালা পড়ল ভারত, ভুলের মাশুল গুনল ব্লু টাইগার্সরা

সংযুক্ত আরব আমিরশাহি - ৬ (আলি মাবখৌত - ৩ - পেনাল্টি, খলিল ইব্রাহিম, ফাবিও ডে লিমা, সেবাস্তিয়ান লুকাস)
ভারত - ০
সব্যসাচী ঘোষ : লড়াইটা অসম হলেও মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে মরিয়া ছিল টিম ইন্ডিয়া। ওমানের বিরুদ্ধে প্রত্যয়ী লড়াইয়ের পরে এ যেন একেবারে অচেনা ভারত। কোচ ইগর স্টিম্যাচ একাধিক পরিবর্তন করে যেন সেই ছন্দকেই ভেঙে দিলেন। আর তার সুযোগ নিল স্বাগতিক দেশ।
শুরু থেকে UAE নিজেদের কাছে বল রেখে খেলছিল। ১২ মিনিটে দুরন্ত একটি থ্রু পাসে স্ট্রাইকার আলি মাবখৌত আগুয়ান গুরপ্রীতের উপর দিয়ে বল চিপ করে এগিয়ে দেন UAE কে। এরপর ৩১ মিনিটে বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন আদিল খান, যেখান থেকে পেনাল্টিতে গোল করেন মাখবৌত। আর এর জেরে প্রথমার্ধে দুর্দান্ত অ্যাডভান্টেজ নিয়ে শেষ করে সংযুক্ত আরব আমিরশাহি।
দ্বিতীয়ার্ধেও সেই দাপুটে খেলা বজায় রাখে সংযুক্ত আরব আমিরশাহি। অফুরন্ত বল পজেশন আর আক্রমণে নাজেহাল করে দেয় দূর্বল ভারতীয় ডিফেন্সকে। ৫৯ মিনিটে বাঁদিক থেকে দুর্দান্ত ক্রস ধরে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন মাখবৌত। আর তারপর যেন অসহায় আত্মসমর্পণ করে ফেলে ভারত। ৬৩ মিনিটে খলিল ইব্রাহিম, ৭০ মিনিটে ফাবিও ডে লিমা আর ৮৪ মিনিটে সেবাস্তিয়ান লুকাস গোলের মালা পড়িয়ে দেয় টিম ইন্ডিয়াকে।