এটিকে-মোহনবাগানে থেকে যেতে চলেছেন তিরি

সব্যসাচী ঘোষ : এটিকে-মোহনবাগানের ডিফেন্সের অন্যতম স্তম্ভ হিসেবে নিজেকে গড়ে তুলেছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরি। আইএসএলের ইতিহাসে সব থেকে বেশি ম্যাচ খেলা বিদেশী তিরি বেশ ভালো জুটি গড়েছিলেন সন্দেশ ঝিঙ্গানের সাথে। এবার সেই জুটি আরও এক বছর দেখতে চলেছে মেরিনার্সরা।
সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী মরশুমে থেকে যেতে চলেছেন তিরি। চলতি বছরেই চুক্তি শেষ হবে এই স্প্যানিয়ার্ডের। কিন্তু আবারও নিজের চুক্তির পুনর্নবীকরণ করতে চলেছেন এই ডিফেন্ডার। জানা গিয়েছে, এটিকে-মোহনবাগান ম্যানেজমেন্ট চুক্তিবৃদ্ধির অফার দিয়েছে এই ডিফেন্ডারকে। চলতি আইএসএল শেষেই সম্ভবত চুক্তিপত্রে সই করবেন তিরি।
কোচ আন্তোনিও হাবাসের অত্যন্ত ভরসাযোগ্য খেলোয়াড় এই স্প্যানিশ ডিফেন্ডার। যদিও গতকাল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেমি ফাইনালের প্রথম লেগে নামেননি তিরি। আশা করা যাচ্ছে, দ্বিতীয় লেগে তিরি ও সন্দেশ দুজনেই নামবেন।