ডার্বির আগেই এল এএফসি টিকিট, কোথায় কীভাবে পাবেন টিকিট? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আগামী ১৬ অগাস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেপালের মাচিন্দ্রা ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। খবর অনুযায়ী ১০০, ২০০ এবং ৩০০ টাকা দামের টিকিট কিনতে পারবেন দর্শকরা।
আরও পড়ুন- মারডেকা কাপে আয়োজক মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে ভারত
'বুক মাই শো' সাইট থেকে টিকিট কিনতে পারবেন বাংলাফ ফুটবল ভক্তরা। ১৬ অগাস্ট, বুধবার, সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
প্রসঙ্গত মঙ্গলবার ভুটানের পারো এফসিকে ৩-২ ফলাফলে পরাজিত করে নেপালের মাচিন্দ্রা এফসি। এই জয়ের সুবাদে মোহনবাগানের মুখোমুখি হবে মাচিন্দ্রা এফসি। মাচিন্দ্রার হয়ে প্রথম গোলটি করেন বিমল মাগার, যিনি এক সময় মোহনবাগান দলের হয়ে খেলেছিলেন।
সামনেই কলকাতা ডার্বি আর তারপরেই এএফসি কাপের ম্যাচ। জুয়ান ফেরান্দোর দল কেমন খেলবে? সেই প্রশ্নের উত্তরের খোঁজেই মাঠ ভরাবেন মোহনবাগান সমর্থকেরা।