এটিকে-মোহনবাগান ছাড়তে চাইছেন এই তরুণ প্রতিভা, নর্থইস্ট-জামসেদপুরের টার্গেটে রয়েছেন

সব্যসাচী ঘোষ : গত দুই বছর এটিকে এবং এই মরশুম এটিকে-মোহনবাগান দলে ছিলেন অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের অন্যতম সেরা ভারতীয় খেলোয়াড় কোমল থাটাল। কিন্তু তিন মরশুমে কেবল ২০টি ম্যাচই খেলেছেন কোমল। এই মরশুমে কোচ আন্তোনিও হাবাস সুপার সাব হিসেবে নামালে অত্যন্ত ভালো খেলেন কোমল। কিন্তু প্রথম থেকে শুরু করার মত জায়গায় নেই এই তরুণ মিডফিল্ডার।
এই পরিস্থিতিতে গেম টাইম পেতে এবার এটিকে-মোহনবাগান ছাড়তে চলেছেন সিকিমের এই তরুণ উইঙ্গার। ২০ বছরের এই ফুটবলারের চুক্তি আগামী মে মাসে শেষ হচ্ছে এবং এখনও অবধি নয়া চুক্তিতে সই করেননি কোমল।
এই পরিস্থিতিতে বিদায়ী কোমলকে পেতে আগ্রহ দেখিয়েছে নর্থইস্ট ইউনাইটেড এবং জামসেদপুর এফসি। নর্থইস্ট নিজেদের ঘরের এই ফুটবলারকে পেতে উৎসাহী। কোচ খালিদ জামিলের খুব পছন্দ এই তরুণ উইঙ্গারকে। ফলে খালিদের পরামর্শে নর্থইস্ট অফার দিতে পারেন কোমলকে। এদিকে জামসেদপুর মরিয়া থাকবে এই তরুণ উইঙ্গারকে ব্যবহার করার জন্য। এটিকে-মোহনবাগান থেকে আসা বরিস সিং জামসেদপুরে ফুল ফুটিয়েছেন অল্প সময়ের জন্য। সেরকমভাবেই কি কেরিয়ায়ের পুনরুত্থান ঘটবে কোমলের? সে কেবল সময়ের অপেক্ষা।