ইস্টবেঙ্গলের এই ব্যর্থ বিদেশী পাড়ি দিলেন স্পেনে, খেলবেন এই ক্লাবের হয়ে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের অত্যন্ত হতাশাজনক মরশুমে অধিকাংশ বিদেশীদের পারফর্মেন্স ভালো ছিল না। মরশুমের শেষের দিকেও কিছু বিদেশীদের এনে চমক দেওয়ার চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল।
আর সেই বিদেশীদের একজন মার্সেলো রিবিয়েরো। মরশুমের শেষ দিকে এসে এই ব্রাজিলিয়ান একেবারেই মেলে ধরতে পারেননি লাল-হলুদ জার্সিতে। ব্যর্থতার তকমা পেয়ে গিয়েছিলেন মার্সেলো। এবার নতুন ঠিকানা পেলেন এই ব্রাজিলিয়ান।
পর্তুগিজ ক্লাব গিল ভিসেন্টে থেকে লোনে ইস্টবেঙ্গলে এসেছিলেন মার্সেলো। এবার গিল ভিসেন্টে থেকে স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব স্যান ফের্নান্ডো সিডিতে যোগ দিয়েছেন মার্সেলো।
এদিকে আসন্ন মরশুমে ইস্টবেঙ্গল বিদেশী নির্বাচনে সাবধানী ও বিচক্ষণ উপায়ে কাজ করছে। ভারতের মাটিতে খেলা অভিজ্ঞ বিদেশীদের আনার ক্ষেত্রে জোর দিচ্ছে লাল-হলুদ ব্রিগেড।