এটিকে-মোহনবাগান ছাড়তে চলেছেন এই তারকা মিডফিল্ডার, নজর নর্থইস্ট-এসসি ইস্টবেঙ্গলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই দলবদলের পালা শুরু হয়েছে। মে মাসের পরেই একাধিক খেলোয়াড় ফ্রি এজেন্ট হয়ে যাবেন, আর তার ফলে এখন থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলি এই ভারতীয় খেলোয়াড়দের নিতে আগ্রহী হয়েছে। যা সম্ভাবনা, তাতে এবারের রানার্স এটিকে-মোহনবাগান এফসি ছাড়তে চলেছেন তারকা মিডফিল্ডার জয়েশ রানে।
আগামী ৩১ মে অবধি সবুজ-মেরুণ শিবিরের সাথে চুক্তিবদ্ধ রানে, আর তারপর নতুঙ্করে চুক্তি সই করতে চাইছেন না তিনি। জানা গিয়েছে, ২৮ বছরের এই মিডফিল্ডার নয়া চ্যালেঞ্জ নিতে মরিয়া। ইতিমধ্যেই একাধিক অফার এসেছে মুম্বইয়ের এই মিডিওর কাছে।
জানা গিয়েছে, নর্থইস্ট ইউনাইটেড এবং এসসি ইস্টবেঙ্গল আগ্রহী জয়েশকে নিতে। নর্থইস্টের কোচ খালিদ জামিলের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে জয়েশের। আইজলের আইলিগ জয়ে বড় ভূমিকা ছিল জয়েশের। এছাড়া বহু আগে মুম্বই এফসিতেও দুজনে একসাথে কাজ করেছে, ফলে দীর্ঘদিনের এই সম্পর্কের ভিত্তিতে রানেকে টার্গেট করেছে নর্থইস্ট ইউনাইটেড।
এদিকে এসসি ইস্টবেঙ্গলের দূর্বল মাঝমাঠকে ঠিক করতেই তারা আগ্রহী হয়েছে জয়েশ রানের উপর। যদিও ক্লাব-ইনভেস্টরের জটিলতার জেরে এই লড়াইয়ে আপাতত পিছিয়েই রয়েছে লাল-হলুদ ব্রিগেড। সমস্যা মিটলেই জয়েশ রানের বিষয়ে এগোতে পারে এসসি ইস্টবেঙ্গল।