লোন চুক্তি শেষ হলেও মুম্বই সিটি এফসিতেই থাকতে চান এই তারকা বিদেশী ফুটবলার

সব্যসাচী ঘোষ : আজ এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে নিজেদের প্রথম আইএসএল ফাইনাল খেলতে নামবে মুম্বই সিটি এফসি, আর তারপরেই মরশুমের ইতি। মরশুম শেষে মুম্বইয়ের বেশ কিছু বিদেশী ফুটবলার হয়ত চলে যাবেন। চলতি মরশুমের জন্য লোনে এসেছিলেন অ্যাডাম লে ফন্ড্রে এবং হার্নান সান্তানা, ফলে ফাইনালের পরেই নিজেদের পুরোনো ক্লাবে ফিরে যাবেন তারা।
কিন্তু লোনে এলেও মুম্বইতে থেকে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ৩০ বছরের স্প্যানিশ মিডফিল্ডার হার্নান সান্তানা। লা লিগা দ্বিতীয় ডিভিশনের ক্লাব স্পোর্টিং গিজন থেকে লোনে এসেছিলেন সান্তানা। কিন্তু মুম্বইয়ের এমন সাফল্যের পর ক্লাব ছাড়তে চাইছেন না সান্তানা। জানা গিয়েছে, ইতিমধ্যেই স্প্যানিশ ক্লাবের কাছ থেকে রিলিজ চেয়েছেন সান্তানা।
মুম্বই সিটি এফসি সান্তানাকে রেখে দিতে চাইছে এবং এই বিষয়ে তারাও স্পোর্টিং গিজনের সাথে কথা বলছে। আগামী মরশুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করেছে মুম্বই, ফলে এত বড় সুযোগ হাতছাড়া করতে চাইছেন না সান্তানা।
এবারের আইএসএলে ৮৮.২৮ শতাংশের অবিশ্বাস্য পাসিং অ্যাকিউরেসি রেখেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ১৮টি ম্যাচ খেলে দুটি গোল করেছেন হার্নান সান্তানা।